Breaking News

TendulkarAndersonTrophy

ইসিবি’র প্রস্তাব: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নতুন নাম হতে পারে “টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি”

পতৌদি ট্রফির জায়গায় পরিবর্তন: ২০০৭ সাল থেকে চলে আসা ঐতিহ্যবাহী পতৌদি ট্রফির জায়গায় এই নতুন নাম

TendulkarAndersonTrophy: A New Era in Cricket %%page%% %%sep%% %%sitename%%

TendulkarAndersonTrophy

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা হতে চলেছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ এবার থেকে নতুন নামে পরিচিত হতে পারে—টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি (TendulkarAndersonTrophy)। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB) সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের নামে যৌথভাবে ট্রফির নামকরণ করতে চায়।

২০০৭ সাল থেকে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নাম ছিল পতৌদি ট্রফি। এই ট্রফিটি ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার—ইফতিখার আলী খান পতৌদি এবং মনসুর আলী খান পতৌদির সম্মানে নামকরণ করা হয়েছিল। তাঁরা দুইজনই ছিলেন ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক মুখ। তবে সময়ের সঙ্গে পরিবর্তনের পথে হাঁটছে ইসিবি।

পতৌদি ট্রফিকে অবসরে পাঠানোর চিন্তা করছে ইসিবি, হতাশ শর্মিলা ঠাকুর

আর কখনও সাদাদের সাথে নাও খেলতে পারেন রোহিত শর্মা (Rohit Sharma): সূত্র

ইসিবি জানিয়েছে, আধুনিক ক্রিকেটের দুই জীবন্ত কিংবদন্তিকে সম্মান জানাতেই এই নতুন নামকরণ। ইতিমধ্যে ক্রিকেট বিশ্বের একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, আবার কেউ কেউ এটি নিয়ে বিতর্ক তুলেছেন পুরনো ঐতিহ্য বদলে ফেলার কারণে।

শচীন টেন্ডুলকার বিশ্ব ক্রিকেটে এক অবিস্মরণীয় নাম। ২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি খেলেছেন ২০০টি টেস্ট ম্যাচ, করেছেন সর্বোচ্চ ১৫,৯২১ রান এবং টেস্টে ৫১টি সেঞ্চুরি। শুধু পরিসংখ্যানই নয়, তিনি ছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাণভোমরা।

অন্যদিকে, জেমস অ্যান্ডারসন হলেন টেস্ট ইতিহাসের সবচেয়ে সফল ফাস্ট বোলারদের একজন। ২০২৫ সালে তাঁর টেস্ট উইকেট সংখ্যা ৭০০-এর কাছাকাছি। তিনিই একমাত্র পেসার যিনি শতাধিক টেস্ট খেলেছেন নিজের দেশে এবং এখনও সক্রিয় ক্রিকেটার হিসেবে মাঠ মাতাচ্ছেন।

এই দুই ক্রিকেটারের মধ্যে একটি সম্মানজনক দ্বৈত নামকরণ সিরিজকে আন্তর্জাতিক মঞ্চে এক নতুন মর্যাদা দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ক্রিকেটে ট্রফির নামকরণ কিংবদন্তিদের নামে করা নতুন কিছু নয়। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে হয় বোর্ডার-গাভাস্কার ট্রফি, অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজে বেনো-কাদির ট্রফি, এবং অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিরিজে হয় ওয়ার্ন-মুরালি ট্রফি। সেই রীতি অনুসরণ করেই এবার ভারত-ইংল্যান্ড সিরিজ পাচ্ছে এই নতুন পরিচিতি।

যদিও অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, কিন্তু পতৌদি ট্রফির মতো ঐতিহাসিক নাম সরিয়ে নতুন নাম আনাকে কিছু সাবেক ক্রিকেটার এবং ভক্ত মহল ভালোভাবে নেয়নি। অনেকেই বলছেন, নতুন ট্রফি তৈরি করা হোক অন্য নামে, কিন্তু ঐতিহ্যবাহী পতৌদি ট্রফির নাম না বদলানোই ভালো।

যাই হোক, নামকরণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)-এর ওপর নির্ভর করছে। যদি তারা ইসিবি’র প্রস্তাবে সম্মতি দেয়, তাহলে আগামী ভারত-ইংল্যান্ড সিরিজ থেকেই আমরা দেখতে পারি “টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি”।

আরও পড়ুন :

“মমতার প্রতিদান মৃত্যু: পালিত মেয়ের হাতে খুন হলেন মা”

Modi Vs Trump: ভারতের নয়া ট্রাম্পকার্ডে ব্যাকফুটে মার্কিন মুলুক

ad

আরও পড়ুন: