WTCFinal2027
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটের গৌরব ফিরিয়ে আনতেই আইসিসি চালু করেছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারতের মতো দেশ এই প্রতিযোগিতায় একাধিকবার ফাইনালে উঠলেও ট্রফি এখনও অধরা। অথচ এবার আর ফাইনালে ওঠাও সম্ভব হয়নি রোহিত শর্মাদের। সেই আক্ষেপ থেকেই হয়তো, ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTCFinal2027) ভারতের মাটিতে আয়োজনের আগ্রহ দেখায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সেই প্রস্তাব খারিজ করে দিতে চলেছে, এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) টানা তৃতীয়বারের মতো ফাইনাল আয়োজনের সুযোগ পেতে চলেছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ‘রেকর্ড পুরস্কার’ ঘোষণা, কোন দল কত টাকা পাবে?
চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। আগামী জুলাই মাসে আইসিসির বোর্ড মিটিং-এ বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারিত হবে। তবে গার্ডিয়ানের প্রতিবেদন ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে তুমুল আলোচনা শুরু হয়েছে।
ভারতীয় বোর্ডের এতটা ক্ষমতা থাকা সত্ত্বেও কেন তাদের অনুরোধে সায় দিল না আইসিসি? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। কারণ বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ, যিনি আবার বিসিসিআই সচিব। তাছাড়া রাজস্ব ও বাণিজ্যিক প্রভাবেও ভারতীয় বোর্ডের ভূমিকা অপরিসীম।
তবে আইসিসির ঘনিষ্ঠ সূত্র গার্ডিয়ানকে জানায়, লর্ডসের মতো ঐতিহাসিক ভেন্যুতে টেস্ট ফাইনালের গ্রহণযোগ্যতা ও বৈশ্বিক মর্যাদা অনেক বেশি। এমনকি জয় শাহ নিজেও চলমান ফাইনালের আয়োজন নিয়ে সন্তুষ্ট। তাই আবারও ইংল্যান্ডেই আয়োজন হতে পারে ভবিষ্যতের ফাইনাল।
২০২১ সালে প্রথমবার ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ফাইনাল হয়েছিল সাউদ্যাম্পটনে। ২০২৩-২৫ চক্রের ফাইনালটি চলছে লর্ডসে। আর যদি ২০২৭ সালেও ইংল্যান্ডেই হয়, তবে তা টানা তিনবার একই দেশে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের নজির গড়বে।
বিশেষজ্ঞরা বলছেন, ক্রিকেটের ঐতিহ্য ও আবহ টেস্ট ক্রিকেটের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। সেই দিক থেকে লর্ডস ও ইংল্যান্ডের অন্য স্টেডিয়ামগুলির গুরুত্ব অনেক বেশি। তবে ভারতে আয়োজন হলে দর্শকসংখ্যা, রাজস্ব, এবং ক্রিকেট উন্মাদনা আরও অনেক বড় হত বলে মনে করছে একাংশ।
ভারতের বহু ক্রিকেটপ্রেমী এমন সিদ্ধান্তে হতাশ। তাঁদের বক্তব্য, ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো, টেস্ট ফরম্যাটের বড় ম্যাচগুলোও ভারতেই আয়োজন করা উচিত — যেখানে উপযুক্ত পরিকাঠামো ও বিপুল সংখ্যক দর্শক আছে।
যদিও, এখনও সবকিছুই চূড়ান্ত নয়। জুলাই মাসের পরেই জানা যাবে ভারতের টেস্ট ফাইনালের স্বপ্ন পূরণ হচ্ছে কিনা। তবে গার্ডিয়ানের সূত্রে প্রকাশিত সম্ভাবনা অনেকটাই স্পষ্ট করে দিল, ভারতের মাটিতে আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হচ্ছে না।
আরও পড়ুন :
লর্ডসে ইতিহাস গড়ল প্রোটিয়ারা, অস্ট্রেলিয়াকে হারিয়ে ২৭ বছরের অপেক্ষার অবসান
দিঘায় জগন্নাথদেবের ‘রান্নাঘর’: ভোর রাত থেকে শুরু হয় ভোগ প্রস্তুতির পবিত্র পর্ব