VaughanVsSidhu CricketClash
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ভারতের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী করে ফের বিতর্কের কেন্দ্রে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। আর এবার তাঁর মন্তব্যের কড়া জবাব দিলেন ভারতের প্রাক্তন ওপেনার ও জনপ্রিয় বিশ্লেষক নভজ্যোৎ সিং সিধু (VaughanVsSidhu CricketClash)।
ইংল্যান্ড ও ভারতের মধ্যে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হেডিংলিতে শুরু হতেই ভনের মন্তব্য, “ভারত আবার হারতে এসেছে।” তাঁর এই কথাতেই বেজায় চটেছেন সিধু। স্টার স্পোর্টসের স্টুডিওতে বসে ভনের বক্তব্যকে কটাক্ষ করে সিধু বলেন, “বোকারা এইসব কথা বলে! মাইকেল ভনের ভবিষ্যদ্বাণী মানেই উলটোটা ঘটবে।”
রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে শুবমান গিলের উত্থান: ভারতীয় ক্রিকেটের নতুন যুগের সূচনা
রোহিত-কোহলি-অশ্বিন না থাকলেও ভারতকে হালকাভাবে নিচ্ছেন না স্টোকস
ম্যাচের প্রথম দিন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও শুভমান গিল দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরি করেন। দ্বিতীয় দিন তিন অঙ্কে পৌঁছে যান ঋষভ পন্তও। এই পারফরম্যান্সের পর স্টার স্পোর্টসের প্যানেলে সিধু তীব্র ভাষায় আক্রমণ করেন ভনকে।
তিনি বলেন,
“তোমার বোলিং আক্রমণ তো যেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারী! ভারতের ব্যাটাররা যেন ঘরের মাঠে স্পিনার খেলছে, এমন মারছে।”
সিধুর কটাক্ষ এখানেই শেষ নয়। আরও বলেন,
“একটা মুরগি ডিম পাড়ার সময় যেমন ডাক দেয়, মাইকেল ভনও তেমন আওয়াজ তোলে, যেন গ্রহ সৃষ্টি হচ্ছে! কাজ করো, শব্দ কোরো না।”
ভনের অতীতের ভবিষ্যদ্বাণীর ভুলের উদাহরণ টেনে আনেন সিধু। সম্প্রতি শেষ হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভন ভবিষ্যদ্বাণী করেছিলেন, অস্ট্রেলিয়া জিতবে। কিন্তু সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্যাট কামিন্সদের ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
মাইকেল ভনের ভারত-বিরোধী ভবিষ্যদ্বাণী নতুন কিছু নয়।
তিনি প্রায়ই ভারতের হারের ভবিষ্যদ্বাণী করে সামাজিক মাধ্যমে ট্রোল হন।
ওয়াসিম জাফরের সঙ্গে তাঁর ‘মিম যুদ্ধ’ বহুদিন ধরেই ক্রিকেটপ্রেমীদের পরিচিত।
এবার সেই কটাক্ষের তালিকায় সিধুও যোগ দিলেন আরও জোরালোভাবে।
ভারতের টপ অর্ডার ইংল্যান্ডের বোলিংকে কার্যত ব্যর্থ করে দেয়।
জয়সোয়াল ও গিল প্রত্যেকেই আগ্রাসী মেজাজে খেলে ইংল্যান্ডের পেসারদের দিশেহারা করে তোলেন।
ইংলিশ মিডিয়া এবং ভনের বক্তব্যকে কার্যত ব্যাট দিয়ে জবাব দিলেন ব্যাটাররা।
সিধুর মতে, “এই ব্যাটিং দেখলে বোঝা যায়, কারা খেলতে এসেছে জিততে, আর কারা আগেই হেরে গেছে কথায়।”
আরও পড়ুন :
দিলীপ ঘোষের ‘নতুন দল’ গড়ার জল্পনা, বিজেপি নেতারা অস্বীকার করলেও রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ভারতের ৩৭তম টেস্ট অধিনায়ক শুভমান গিল—টেস্ট নেতৃত্বে নতুন যুগের সূচনা