Women’s ODI World Cup 2025 India
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ভারতে ক্রিকেটপ্রেমীদের জন্য সামনে অপেক্ষা করছে একাধিক বড় টুর্নামেন্ট। পুরুষদের এশিয়া কাপের পরই এবার আসছে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই মর্যাদাপূর্ণ আসর। ভারতের পাশাপাশি যৌথভাবে আয়োজনের দায়িত্বে রয়েছে শ্রীলঙ্কা। তবে উদ্বোধনী অনুষ্ঠান এবং ফাইনাল ম্যাচ হবে ভারতের মাটিতেই।
মহিলা ক্রিকেটে ভারতের সাফল্যের ইতিহাস এখনো সীমিত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের কৃতিত্ব থাকলেও সিনিয়র দলে এখনও বড় কোনো শিরোপা আসেনি। ওয়ান ডে ও টি-টোয়েন্টি উভয় বিশ্বকাপের ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে ভারতীয় দলের। তবে ফাইনালের মঞ্চে গিয়ে তারা ট্রফি ছুঁতে পারেনি। তাই ঘরের মাঠে এবার প্রত্যাশার চাপ অনেক বেশি।
ক্লাব বিশ্বকাপে খেলবেন ডাকাতি মামলায় অভিযুক্ত আর্জেন্টাইন ডিফেন্ডার! অবশেষে মিলল মার্কিন ভিসা
হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল প্রস্তুতির দিক থেকেও বেশ ভালো জায়গায় আছে। স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, জেমিমা রদ্রিগেজসহ একঝাঁক তারকা ক্রিকেটারদের নিয়ে সাজানো এই দলকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা তুঙ্গে। বিশেষজ্ঞদের মতে, অভিজ্ঞতা ও প্রতিভার সঠিক মিশ্রণ এবার ভারতকে ট্রফির খুব কাছে নিয়ে যেতে পারে।
আয়োজকরা বিশ্বকাপ ঘিরে দর্শক টানতে বিশেষ পরিকল্পনা নিয়েছে। লিগ ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে মাত্র ১০০ টাকা। স্টেডিয়াম ভর্তি করতে এবং সাধারণ দর্শকের কাছে ক্রিকেট পৌঁছে দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কম দামের টিকিট নিঃসন্দেহে মাঠে দর্শক বাড়াবে, যা খেলোয়াড়দের জন্য বাড়তি প্রেরণা হিসেবে কাজ করবে।
অন্যদিকে, উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল টুর্নামেন্টের অ্যান্থেম গান গেয়েছেন। গানের শিরোনাম “ব্রিং ইট হোম”, যার মধ্যে প্রতিফলিত হয়েছে বিশ্বকাপ ভারতের মাটিতেই জেতার প্রত্যাশা। শুধু অ্যান্থেমই নয়, উদ্বোধনী অনুষ্ঠানেও সরাসরি গান পরিবেশন করবেন শ্রেয়া ঘোষাল।
ভারতের মাটিতে দীর্ঘ এক যুগ পর আবারো মহিলা ওয়ান ডে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। তাই এই টুর্নামেন্টের গুরুত্ব আলাদা। ভারতীয় দলের ক্রিকেটাররাও জানেন, ঘরের মাঠে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জিততে পারলে তার স্বাদ হবে অন্যরকম। সেই লক্ষ্য নিয়েই তারা প্রস্তুত হচ্ছে।
ভারত ছাড়াও টুর্নামেন্টে অংশ নেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। প্রায় এক মাসব্যাপী এই প্রতিযোগিতায় লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারতের বিভিন্ন শহরে ও শ্রীলঙ্কায়। তবে উদ্বোধনী অনুষ্ঠান, সেমিফাইনাল এবং ফাইনাল হবে ভারতে।
ক্রিকেট বোদ্ধাদের মতে, ভারতীয় মহিলা দলের অন্যতম বড় শক্তি তাদের ব্যাটিং লাইনআপ। স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মার জুটি দলে এনে দেয় শক্ত ভিত। অন্যদিকে, বোলিং বিভাগে ঝুলন গোস্বামীর উত্তরসূরিরা ধীরে ধীরে নিজেদের জায়গা পাকা করছে। স্পিন আক্রমণে রয়েছে দীপ্তি শর্মা, যিনি ব্যাটিংয়েও সমান কার্যকর।
এই সব কিছুর মধ্যেই শ্রেয়া ঘোষালের পারফরম্যান্স উদ্বোধনী অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। দর্শকরা যেমন মাঠে ক্রিকেট উপভোগ করবেন, তেমনই সংগীতের আসরও তাঁদের মুগ্ধ করবে। ফলে ক্রিকেট আর বিনোদনের এক মিশ্র অভিজ্ঞতা দিতে যাচ্ছে মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।
সব মিলিয়ে, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সামনে অপেক্ষা করছে উৎসবমুখর সময়। এশিয়া কাপের উত্তেজনা শেষে মহিলাদের বিশ্বকাপ ঘিরে তৈরি হবে নতুন উন্মাদনা। আর সেই উন্মাদনার সূচনা হবে শ্রেয়া ঘোষালের সুরেলা কণ্ঠে।
আরও পড়ুন :
এশিয়া কাপে ভারতকে কড়া হুঁশিয়ারি, পাকিস্তান অধিনায়কের বার্তা—“এবার ভারতের কপালে দুঃখ আছে”
নেপালে উত্তাল তরুণ প্রজন্ম: সংসদ চত্বরে পুলিশের গুলি, নিহত অন্তত ১