মহিলা বিশ্বকাপ প্রাইজমানি ২০২৫
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের জমজমাট আসর। ৩১ ম্যাচের এই টুর্নামেন্ট চলবে এক মাসের বেশি সময় ধরে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। এবার রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), যা পুরুষদের গত ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি।
আইসিসি জানিয়েছে, এবারের মহিলা ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানি ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৫২ কোটি ৬৮ লাখ টাকা)। যা ২০২২ সালের নিউজিল্যান্ড বিশ্বকাপের ৩.৫ মিলিয়ন ডলার (৩৮.৫ কোটি টাকা) থেকে ২৯৭ শতাংশ বেশি।
বিশ্বকাপ জিতে মেসিরা যে অর্থ পেয়েছে, ক্লাব বিশ্বকাপ জয়ীরা তার তিনগুণ পাবে
১০০ কোটি ডলারের ফিফা ক্লাব বিশ্বকাপ: কে কত পাচ্ছে জানলে চোখ কপালে উঠবে!
পুরুষদের ২০২3 সালের ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ছিল ১০ মিলিয়ন ডলার (প্রায় ১১০ কোটি টাকা)। অর্থাৎ মহিলাদের এবারের আসরে পুরুষদের প্রাইজমানিও ছাড়িয়ে গেছে।
চ্যাম্পিয়ন ও রানার্সআপের পুরস্কার
চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার (৪৯.২৮ কোটি টাকা), যা ২০২২ সালের অস্ট্রেলিয়ার পাওয়া পুরস্কারের তুলনায় ২৩৯ শতাংশ বেশি।
রানার্সআপ দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার (২৪.৬৪ কোটি টাকা), যা ২০২২ সালের ইংল্যান্ডের প্রাপ্ত অর্থ থেকে ২৭৩ শতাংশ বেশি।
সেমিফাইনালে হারা দুই দল প্রত্যেকে পাবে ১.১২ মিলিয়ন ডলার (১২.৩২ কোটি টাকা)।
প্রতিটি দলের জন্য অতিরিক্ত সুবিধা
আইসিসি জানিয়েছে, শুধু অংশগ্রহণ করলেই প্রতিটি দল নিশ্চিতভাবে পাবে ২.৫ লাখ ডলার (২.৭৫ কোটি টাকা)। এর পাশাপাশি প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৩৪,৩১৪ ডলার (৩৭.৭৫ লাখ টাকা)।
গ্রুপ পর্ব শেষে পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকার করা দল পাবে ৭ লাখ ডলার (৭.৭০ কোটি টাকা) এবং সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল পাবে ২.৮ লাখ ডলার (৩.০৮ কোটি টাকা)।
আইসিসি এর আগেও নারী ক্রিকেটের উন্নয়নে একাধিক পদক্ষেপ নিয়েছে। ২০২৪ সালের মহিলা টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘোষণা করা হয়েছিল পুরুষ ও মহিলা ক্রিকেটারদের জন্য সমান ম্যাচ ফি। এবারের আকাশছোঁয়া প্রাইজমানি নারী ক্রিকেটকে আরও সমৃদ্ধ ও জনপ্রিয় করে তুলবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
আরও পড়ুন :
ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন গ্রীক ফরোয়ার্ড ডায়ামান্টাকোস