Breaking News

WTC Final

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final)যেতে হলে অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কাকে কী করতে হবে

সেঞ্চুরিয়ানে পাকিস্তানকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final) টিকিট পেয়ে গেছে। তারা এখন অপেক্ষা করছে তাদের প্রতিপক্ষের জন্য। কিন্তু তারা যে দলটির সঙ্গে খেলবে সেই দলটি কে? এখন এই লড়াইয়ে আছে অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কা।

WTC Final how India Australia Shrilanka can appear

world cricket championship

ক্লাউড টিভি ডেক্স : সেঞ্চুরিয়ানে পাকিস্তানকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final) টিকিট পেয়ে গেছে। তারা এখন অপেক্ষা করছে তাদের প্রতিপক্ষের জন্য। কিন্তু তারা যে দলটির সঙ্গে খেলবে সেই দলটি কে? এখন এই লড়াইয়ে আছে অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কা।

তবে এই লড়াইয়ে মেলবোর্ন টেস্টে ভারতকে হারিয়ে এই মুহূর্তে ভালো জায়গায় আছে অস্ট্রেলিয়া। সিডনিতে আগামী ৩ জানুয়ারি সিরিজের শেষ টেস্ট হবে ভারত- অস্ট্রেলিয়ার। আর এই টেস্টে জয় পেলেই অস্ট্রেলিয়ার ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে। আর সিডনিতে অস্ট্রেলিয়া যদি ভারতের কাছে হেরে যায় তাহলে তাদের চেয়ে থাকতে হবে শ্রীলংকায় হতে চলা সিরিজের দুটো টেস্ট ম্যাচের দিকে। কারণ ভারত অস্ট্রেলিয়া সিরিজ শেষে এই দুই দেশের দুটি ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের একটিতে জিতলেই ফাইনালে (WTC Final) চলে যাবে অস্ট্রেলিয়া। যার অর্থ, অস্ট্রেলিয়ার হাতে থাকা তিন ম্যাচের একটি জিতলেই কামিন্সরা চলে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
এখন অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬১.৪৬ শতাংশ। অস্ট্রেলিয়া সিডনি টেস্ট জিতে শ্রীলঙ্কার কাছে হারলে তাদের পয়েন্ট হবে ৫৭.০২ শতাংশ। তখন শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৫৩.৮৫ শতাংশ আর ভারতের ৫০ শতাংশ। আর সিডনি টেস্টে ড্র হলেও ভারতের চেয়ে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। কিন্তু তখন শ্রীলঙ্কার সুযোগ বাড়বে। লঙ্কানরা ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে দিলে ফাইনালে চলে যাবে শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট তখন দাঁড়াবে ৫৩.৮৫ শতাংশ আর অস্ট্রেলিয়ার ৫৩.৫১।

আর ভারত ৩ জানুয়ারি সিডনিতে সিরিজের শেষ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে না পারলে ভারতের ফাইনালে ওঠার আশা একেবারেই শেষ হয়ে যাবেl তবে সিডনি টেস্ট জিতলেও ভারতকে তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া–শ্রীলঙ্কা সিরিজের দিকে। তখন ভারত চাইবে অস্ট্রেলিয়া যেন একটি ম্যাচও না জেতে। ভারত সিডনিতে জিতলে তাদের পয়েন্ট হবে ৫৫.২৬ শতাংশ।

আর শ্রীলঙ্কা চেয়ে থাকবে
ভারত অস্ট্রেলিয়ার সিডনি টেস্ট ম্যাচের দিকে। কারণ এই টেস্ট ড্র হলে আর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারাতে পারলেই শ্রীলঙ্কার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final)যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে।

পরের বার তাকে আর কেউ বেঙ্কটেশ বলে ডাকা যাবে নাl ডক্টর বেঙ্কটেশ আইয়ার (venkatesh iyer) বলে সম্বোধন করতে হবে

ফিরে দেখা ২০২৪ : ‘বিরাট’ জাদুতে ‘অক্ষর’ রচনায় ফাইনালে দুরন্ত জয় পেয়েছিল ভারত

ad

আরও পড়ুন: