WTCFinal2025
শান্তিপ্রিয় রায়চৌধুরী, ক্লাউড টিভি ডেস্ক : ১১ জুন ঐতিহাসিক লর্ডস মাঠে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTCFinal2025) ফাইনাল। এইবার মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। প্রথম দু’বারের মতো এইবার ভারত নেই ফাইনালে। প্রতিযোগিতার লিগ পর্যায়ে ভাল শুরু করেও শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ে ফাইনালের টিকিট কাটা হয়নি রোহিত শর্মাদের।
তবে তাই বলে এই ফাইনাল থেকে পুরোপুরি অনুপস্থিত ভারত—এমনটা নয়। ফাইনালে নামছে না কোহলি, রোহিত বা বুমরাহরা, কিন্তু ভারতের প্রতিনিধিত্ব করছেন অন্য একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা ব্যক্তিত্বরা। ফাইনালের মাঠে না থাকলেও, মাঠের বাইরের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যাবে ভারতীয়দের।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ‘রেকর্ড পুরস্কার’ ঘোষণা, কোন দল কত টাকা পাবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত ফাইনালে নেই, ক্ষতির মুখে এমসিসি
আইসিসি ঘোষিত তালিকা অনুযায়ী, এই ফাইনালের ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ভারতের প্রাক্তন তারকা পেসার জাভাগল শ্রীনাথ। দীর্ঘদিন ধরে এই ভূমিকায় আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ শ্রীনাথ ইতিমধ্যেই ৪৮৯টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছেন। তাঁর অভিজ্ঞতা এই হাই-প্রেশার ম্যাচে কার্যকরী ভূমিকা পালন করতে পারে।
ম্যাচের চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন ভারতেরই নিতিন মেনন। প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দায়িত্ব পালন করছেন মেনন, যদিও এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে (অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড) টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি।
মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। এই দুইজন বহু আইসিসি টুর্নামেন্টে একসঙ্গে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও রয়েছে। টিভি আম্পায়ার হিসেবে থাকছেন ইংল্যান্ডের অভিজ্ঞ রিচার্ড কেটেলবোরো, যিনি ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচেও দায়িত্ব পালন করেছিলেন।
ভারতীয় ক্রিকেট অনুরাগীদের কাছে এটি কিছুটা সান্ত্বনা—যদিও জাতীয় দল ফাইনালে পৌঁছাতে পারেনি, ভারতীয়দের উপস্থিতি ম্যাচ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে জাতীয় গর্বকে খানিকটা হলেও ধরে রেখেছে। ক্রিকেটের সবচেয়ে সম্মানজনক টেস্ট ফাইনালে ভারতীয় ম্যাচ অফিসিয়ালদের উপস্থিতি এই দেশটির আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে অবস্থানের প্রতিফলনও বটে।
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার এই মুখোমুখি লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট দুনিয়া। ফাইনালের রায় কী হবে, তা সময় বলবে। কিন্তু ভারতের অনুপস্থিতিতেও এই ম্যাচে ভারতের উপস্থিতি একেবারে অপ্রাসঙ্গিক নয়।
আরও পড়ুন :
সবুজ-মেরুনে ভোটের হাওয়া, নির্বাচনী প্রচারে দেবাশিস দত্ত গোষ্ঠীর ‘গোলশ্রী’ ও ‘দুয়ারে মোহনবাগান’