Chahal on Dhanashree Verma Allegation
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : পরকীয়ার অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। প্রাক্তন স্ত্রী ধনশ্রী ভার্মা সম্প্রতি এক রিয়েলিটি শোতে দাবি করেছিলেন, বিয়ের মাত্র দুই মাসের মধ্যেই চাহাল তাঁকে প্রতারণা করেছিলেন। এই বক্তব্য ঘিরেই শুরু হয় ব্যাপক বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে চাহালকে ঘিরে তুমুল আলোচনা, সমালোচনা এবং নানান মন্তব্যের ঝড় ওঠে।
অবশেষে হিন্দুস্তান টাইমস-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে চাহাল জানান, “আমি একজন খেলোয়াড়, আমি প্রতারণা করি না। মাঠে যেমন সৎভাবে লড়ি, জীবনে তেমনই। যদি কেউ দুই মাসের মধ্যেই প্রতারণা করত, তাহলে সম্পর্কটা চার বছর টিকত কীভাবে? আমার কাছে এই অধ্যায় শেষ। আমি আমার জীবনে এগিয়ে গেছি, অন্যদেরও তাই করা উচিত।”
চাহালের এই বক্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন—একদল চাহালের সমর্থনে এগিয়ে আসেন, অন্যদল ধনশ্রীর পক্ষে সোচ্চার হন। চাহাল আরও বলেন, “আমাদের বিয়ে ছিল প্রায় চার থেকে সাড়ে চার বছরের। যদি শুরুতেই প্রতারণা হতো, তাহলে সম্পর্ক চলত না। আমি অতীত ভুলে গেছি, কিন্তু কেউ কেউ এখনো সেখানে আটকে আছে। তারা যা খুশি বলতে পারে, আমি এসব নিয়ে চিন্তিত নই।”
চাহাল ও ধনশ্রীর প্রেমকাহিনি একসময় ভারতীয় ক্রিকেট মহলে ছিল অন্যতম আলোচিত বিষয়। সোশ্যাল মিডিয়ায় দুজনের নাচের ভিডিও, ট্রাভেল ভ্লগ ও রোম্যান্টিক মুহূর্তের ছবি ভক্তদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল প্রচুর। ২০২০ সালে বিয়ের পর দুজন একসঙ্গে প্রায় প্রতিটি ইভেন্টেই হাজির হতেন।
তবে ২০২৩ সালে হঠাৎ করেই এই সম্পর্কের ইতি ঘটে। তাদের বিচ্ছেদের কারণ নিয়ে তখনও নানা গুঞ্জন ওঠে—ধনশ্রীর নাকি অন্য কারও সঙ্গে সম্পর্ক ছিল, এমনটাও দাবি করে কিছু সংবাদমাধ্যম। যদিও তখন চাহাল এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। পরবর্তীতে ধনশ্রী বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেদের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টেনে এনে চাহালের বিরুদ্ধে একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।
কিন্তু দীর্ঘদিন নীরব থাকার পর এবার চাহাল জানালেন, তিনি এসব অভিযোগকে একেবারেই পাত্তা দিতে চান না। তাঁর মতে, “আমি আমার জীবনে সুখী, ক্রিকেটেই মনোযোগ দিতে চাই। অতীত নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই।”
বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে চাহাল একপ্রকার ইঙ্গিত দিলেন যে, ব্যক্তিগত জীবনের বিতর্ক তিনি পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান। সাম্প্রতিক সময়ে চাহাল জাতীয় দলে ফেরার জন্যও কঠোর পরিশ্রম করছেন। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে ভালো পারফর্ম করলেও তাঁকে গত কয়েকটি সিরিজে দলে দেখা যায়নি। ফলে মাঠে ফেরার জন্য মনোযোগী চাহাল চাইছেন ব্যক্তিগত বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে।
ধনশ্রী ভার্মা ও ইউজভেন্দ্র চাহালের সম্পর্কের নতুন মোড়, ইনস্টাগ্রামে পুরনো ছবি ফিরিয়ে আনলেন ধনশ্রী
ধনশ্রী ভার্মা বর্তমানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন। তিনি চাহালের সঙ্গে বিচ্ছেদের পরও তাঁর উপাধি ব্যবহার করেন। চাহাল এ বিষয়ে বলেন, “ও সেটা রাখতে চায় কিনা, সেটা ওর বিষয়। আমার তাতে কিছুই যায় আসে না।”
এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এলো খেলোয়াড়দের ব্যক্তিগত জীবনে সোশ্যাল মিডিয়ার প্রভাব কতটা গভীর। বিশেষজ্ঞরা বলছেন, “একজন জনপ্রিয় ক্রিকেটারের জীবনে সামান্য বিষয়ও কীভাবে বড় বিতর্কে রূপ নেয়, সেটিই এই ঘটনাই প্রমাণ করছে।”
আরও পড়ুন :
১৯৮৪ সালের কুখ্যাত কোপা দেল রে ফাইনালের ম্যারাডোনার ছেঁড়া জার্সি এবার নিলামে
গরুমারার গন্ডারের দেহ ভেসে উঠলো বাংলাদেশের কুড়িগ্রামে, চাঞ্চল্য দুই বাংলায়