Breaking News

Cricketer Showered With Money

মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে ম্যাচ চলাকালে ক্রিকেটারের ওপর টাকার বৃষ্টি

হঠাৎ মাঠে ঢুকে এক সামর্থকের তার প্রিয় ক্রিকেটারের ওপর টাকার বৃষ্টি! ঘটনাটা ঘটেছে মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে।

Cricketer Showered With Money in Maharstra

Cricketer Showered With Money

ক্লাউড টিভি ডেক্স : হঠাৎ মাঠে ঢুকে এক সমর্থকের তার প্রিয় ক্রিকেটারের ওপর টাকার বৃষ্টি (Cricketer Showered With Money)! ঘটনাটা ঘটেছে মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে।

সাত ওভারের এক ম্যাচ চলাকালে মাঠে ঢুকে এক ক্রিকেটারের ওপর রীতিমত টাকার বৃষ্টি ঝরিয়েছেন এক দর্শক (Cricketer Showered With Money)।

স্থানীয় ম্যাচ হওয়ায় জন্য ম্যাচে ছিল না কোন নিরাপত্তা নিয়ে তেমন কড়াকড়ি। সেই সুযোগেই এমন কাণ্ড ঘটান খেলা দেখতে আসা এক দর্শক।

ম্যাচে পবন ও ফারদিন নামের দুই ক্রিকেটার ব্যাট করছিলেন। শুরুতেই ২ উইকেট পড়ে যাওয়ার পরেও এই দুজনের ব্যাটে চড়ে ৬ ওভারে ৮৪ রান তোলে সেই সমর্থকের দল। এর মধ্যে পবন করেন মাত্র ৯ বলে ৩৫। তার মারকাটারি ব্যাটিং বেশ আনন্দ দেয় তাকে ।

তার ব্যাটিং দেখেই এই অত্যুৎসাহী দর্শক মাঠে ঢুকে সোজা চলে যান সে সময় নন স্ট্রাইকিং প্রান্তে থাকা পবনের কাছে। কেউ কিছু বোঝার আগে পকেট থেকে এক গোছা ৫০০ টাকার নোট বের করে পবনের মাথার ওপর উড়িয়ে দেন তিনি। তারপর পবনকে জড়িয়ে ধরে ধীরে মাঠ থেকে বেরিয়ে যান তিনি।

এই ঘটনায় মাঠে থাকা ক্রিকেটার এবং আম্পায়াররা হতবাক হয়ে যান। সে মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের কাছেও সমাদৃত হয় ওই ‘পাগলা ফ্যান’-এর কাণ্ড।(Cricketer Showered With Money)

ad

আরও পড়ুন: