Breaking News

CristianoRonaldo 100Goals

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে চার বার সেঞ্চুরি করলেন রোনাল্ডো

রোনাল্ডো ফুটবল ইতিহাসে গড়লেন অনন্য কীর্তি। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে চারটি ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি।

CristianoRonaldo 100Goals: A Historic Achievement %%page%% %%sep%% %%sitename%%

CristianoRonaldo 100Goals

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে আলো ছড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্লাব কিংবা জাতীয় দল—যেখানেই খেলেছেন, সেখানেই গোলের রেকর্ড গড়ে (CristianoRonaldo 100Goals) আলোচনায় থেকেছেন পর্তুগিজ সুপারস্টার। এবার ফুটবল ইতিহাসে এক অনন্য মাইলফলক গড়ে আবারও নিজের নাম খোদাই করলেন সিআরসেভেন। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ভিন্ন চারটি ক্লাবে গোলের সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি।

শনিবার (২৩ আগস্ট) হংকং স্টেডিয়ামে সৌদি সুপার কাপের ফাইনালে আল-আহলির বিপক্ষে মাঠে নামেন রোনাল্ডো। ম্যাচের ৪১ মিনিটে স্পট কিক থেকে গোল করে পূর্ণ করেন আল নাসরের হয়ে নিজের শততম গোল। যদিও পেনাল্টি শুটআউটে ৫-৩ গোলে হেরে যায় আল নাসর, তবু রোনাল্ডোর এই কীর্তি তাকে বিশ্ব ফুটবলে অনন্য উচ্চতায় পৌঁছে দিল।

৩০০ গোলে সবচেয়ে দ্রুত আরলিং হল্যান্ড, পেছনে ফেললেন এমবাপ্পে-মেসি-রোনালদোকে

জর্জিনাকে রোনালদোর দেওয়া আংটির দাম কতো জানেন?

রোনাল্ডো ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে গোলের সেঞ্চুরি করেছিলেন। এবার আল নাসরের হয়েও ছুঁয়ে ফেললেন সেই মাইলফলক।

  • রিয়াল মাদ্রিদে: ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল

  • ম্যানচেস্টার ইউনাইটেডে: ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল

  • জুভেন্টাসে: ১৩৪ ম্যাচে ১৩৪ গোল

  • আল নাসরে: ১১৩ ম্যাচে ১০০ গোল

অর্থাৎ, চারটি ক্লাবেই একশ বা তার বেশি গোলের কৃতিত্ব এখন রোনাল্ডোর ঝুলিতে।

শুধু তাই নয়, আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হিসেবেও রোনাল্ডো এখন অনন্য। পর্তুগালের জার্সিতে তার গোল সংখ্যা ১৩৮টি। ক্যারিয়ারে সর্বমোট গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯-এ, যা তাকে দ্রুত নিয়ে যাচ্ছে হাজার গোলের স্বপ্নের কাছাকাছি।

মাদ্রিদ, ম্যানচেস্টার থেকে শুরু করে সৌদি আরব পর্যন্ত—রোনাল্ডো যেখানে গেছেন, সেখানেই নিজেকে প্রমাণ করেছেন। বয়স পেরিয়েছে ৪০-এর কোঠায়, তবুও গোল করা থামাননি এই পর্তুগিজ মহাতারকা। ইতিহাস গড়ে তিনি আবারও প্রমাণ করলেন—ফুটবল মানেই ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

আরও পড়ুন :

Game Over অনলাইন গেমিংয়ের: ৩১ হাজার কোটির ইন্ডাস্ট্রি নিয়ে যে পথে কড়া পদক্ষেপ মোদী সরকারের

একদিনে এমবাপের আয় ১.২ কোটি টাকা, বাকিদের আয় কত?

ad

আরও পড়ুন: