ক্লাব বিশ্বকাপে শেষ চারে চেলসি, রিয়াল, পিএসজি ও ফ্লুমিনেন্স — কারা উঠবে ফাইনালে?

“শেষ চারে উঠেছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চার জায়ান্ট। এবার ফাইনালের আগে দেখা যাবে চেলসি বনাম ফ্লুমিনেন্স আর পিএসজি বনাম রিয়ালের লড়াই – যেখানে ফুটবল মানে শুধু খেলা নয়, আবেগও।”