JaspritBumrah ZlatanIbrahimovic
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরাহ নিজেই বিশ্ব ক্রিকেটের বড় তারকাদের একজন। কিন্তু তারকারাও কারও না কারও ভক্ত হয়ে থাকেন। বুমরাহর তেমনই প্রিয় ক্রীড়াবিদ হলেন সুইডিশ কিংবদন্তি ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ। এবার সেই প্রিয় তারকার কাছ থেকে পাওয়া উপহারে (JaspritBumrah ZlatanIbrahimovic) খুশিতে ভাসছেন বুমরাহ।
ইব্রাহিমোভিচ ব্যক্তিগতভাবে বুমরাহকে পাঠিয়েছেন—
নিজ হাতে সই করা এসি মিলানের লাল-কালো জার্সি
সঙ্গে একটি ব্যক্তিগত বার্তা
বুমরাহ ইনস্টাগ্রামে সেই উপহারের ছবি শেয়ার করে লিখেছেন, “ভাষায় প্রকাশ করার মতো না।”
বুমরাহ ধন্যবাদ জানিয়েছেন তাঁর স্ত্রী সঞ্জনা গণেশনকে। তাঁর ইঙ্গিত অনুযায়ী, সঞ্জনার হাত ধরেই বুমরাহ পেয়েছেন ইব্রাহিমোভিচের সেই মূল্যবান উপহার।
লর্ডসের ফাইফারের পর এমসিসি জাদুঘরে জুতা দান করলেন জসপ্রীত বুমরাহ
‘বুমরাহ কোহিনূর হীরার মতোই মূল্যবান’— প্রশংসার বন্যায় ভারতীয় পেস তারকা
এবারই প্রথম নয়, বুমরাহর ইব্রাহিমোভিচ ভক্তির গল্প।
২০২৩ সালে ইব্রাহিমোভিচ অবসরের সময়ও বুমরাহ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে বিশেষ বার্তা দিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন।
মাঠের বাইরে বুমরাহ প্রায়ই ইব্রাহিমোভিচকে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
তারকারা তারকাকে ভালোবাসেন—এরই এক নিদর্শন বুমরাহ ও ইব্রাহিমোভিচের সম্পর্ক (JaspritBumrah ZlatanIbrahimovic)। সই করা জার্সি শুধু একটি উপহার নয়, বরং ক্রিকেটের এক সুপারস্টারের কাছে এটি হয়ে উঠল আজীবনের স্মৃতি।
আরও পড়ুন :
৭০০ কোটির পথে রজনীকান্তের ‘কুলি’!