হাসপাতালে ভর্তি ডেভিড বেকহ্যাম : পুরনো আঘাতই কি ফিরল নতুন করে?

ইন্টার মায়ামির মালিক এবং ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম ডান হাতে চোট পেয়ে হাসপাতালে ভর্তি। পুরনো আঘাত আবার নতুন করে যন্ত্রণা দিচ্ছে। ভিক্টোরিয়া বেকহ্যাম নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করলেন খবর