Dhoni Not Retiring
ক্লাউড টিভি :চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হতাশাজনক পারফরম্যান্সের মধ্যেও দলের প্রাণপুরুষ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বের আলো নিভে যায়নি। অনেকেই যখন ধরে নিচ্ছিলেন এটাই হয়তো তাঁর শেষ মৌসুম, ঠিক তখনই তাঁর প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না দিলেন বড় আশার বার্তা—পরের আইপিএলেও দেখা যাবে ধোনিকে হলুদ জার্সিতে (Dhoni Not Retiring) !
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস ৯ ম্যাচে মাত্র ২টিতে জয় পেয়ে লিগ টেবিলের একেবারে নিচে অবস্থান করছে। চোটের কারণে নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ায় আবারো অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছেন ধোনি। তবে তার পরও ভাগ্য বদলায়নি চেন্নাইয়ের। ধোনির ধীরগতির ব্যাটিং নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রিকেটবোদ্ধারা, যেটা দলের জয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে।
এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই গুঞ্জন উঠেছে, ৪৩ বছর বয়সি ধোনি হয়তো এবারই আইপিএলের মঞ্চ থেকে বিদায় নেবেন। কিন্তু ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না বলছেন, এমনটা ভাবার কোনো কারণ নেই। ইউটিউবে দেওয়া এক সাক্ষাৎকারে রায়না বলেন, “ধোনি এখনও দলের ব্র্যান্ড, সে নিজেকে উজাড় করে দিচ্ছে। আমি নিশ্চিত, ও আগামী বছরও খেলবে।” (Dhoni Not Retiring)
চলতি মৌসুমে চেন্নাইয়ের ভরাডুবির অন্যতম কারণ হিসেবে মেগা নিলামে ভুল পরিকল্পনাকেই দায়ী করছেন অনেক বিশ্লেষক। তবে রায়না জানিয়েছেন, এই পরিকল্পনার সঙ্গে ধোনির সম্পৃক্ততা ছিল না। তাঁর মতে, “ধোনি শুধু ধরে রাখা ক্রিকেটারদের ব্যাপারে মত দেয়, কিন্তু নিলামে দল গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত তার নয়।”
রায়না আরও অভিযোগ করেন, দলে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যাদের বিপুল অর্থে কেনা হয়েছে, অথচ মাঠে তারা ধোনির মতো নিবেদন দেখাচ্ছেন না। তিনি বলেন, “৪৩ বছর বয়সে ধোনি উইকেটকিপিং, নেতৃত্ব সবই করছে। কিন্তু বাকি দশ জন কী করছে? যারা কোটি কোটি টাকা নিচ্ছে, তারা কি এই দলের প্রতি দায়বদ্ধ?”
ধোনির নেতৃত্বের প্রতি রায়নার এমন সমর্থন ধোনি-ভক্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে ধোনি এখনো পরবর্তী আইপিএল নিয়ে কিছু বলেননি, তবুও রায়নার বক্তব্য স্পষ্ট—শেষ বলটা এখনো পড়েনি মহেন্দ্র সিং ধোনির জীবনের ইনিংসে (Dhoni Not Retiring)।
#MSDhoni #CSK2025 #DhoniNotRetiring #SureshRainaSpeaks
আরও পড়ুন :
মোহনবাগনের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন স্বপন সাধন বসু
BBC-কে সতর্ক করল ভারত সরকার, নিষিদ্ধ করা হল ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল