ViratKohliFIR
৭ জুন, ২০২৫ | ক্লাউড টিভি : চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে আরসিবি-র আইপিএল জয় উদযাপন যে এমন ভয়াবহ রূপ নেবে, তা অনেকেই আঁচ করেছিলেন। অব্যবস্থাপনার অভিযোগ, জনজোয়ার, আর অবশেষে মৃত্যু এবং আহতের খবর—সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এবার সেই ঘটনার দায় গিয়ে পড়ল বিরাট কোহলির ওপর। বেঙ্গালুরুর কুবন পার্ক থানায় তাঁর বিরুদ্ধে সরকারি অভিযোগ দায়ের করেছেন এক সমাজকর্মী।
জয় শাহর মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া, কাঠগড়ায় আইসিসি !
এনিয়ে শহরে শুরু হয়েছে জোর বিতর্ক—সেলিব্রিটি কি সত্যিই দায়ী হতে পারেন এমন দুর্ঘটনায়?
সংবাদ সংস্থা এএনআই (ANI) জানিয়েছে, বেঙ্গালুরুর এইচএম ভেঙ্কটেশ নামে এক সমাজকর্মী কোহলির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে,
“জনসমাগম, ভিড় নিয়ন্ত্রণ, এবং অনুষ্ঠান পরিচালনায় দায়িত্বজ্ঞানহীন ভূমিকা নিয়েছেন কোহলি ও তাঁর দল। এর ফলেই প্রাণহানির মতো ঘটনা ঘটেছে।”
প্রসঙ্গত, এই ভেঙ্কটেশ আগেও বিরাট কোহলির বেঙ্গালুরুর ‘One8 Commune’ নামের পাবে যুব সমাজকে প্ররোচিত করার অভিযোগে থানায় অভিযোগ করেছিলেন। এবার তিনি সরাসরি পদপিষ্টের ঘটনায় কোহলিকে কাঠগড়ায় তুললেন।
আজ সকালে বেঙ্গালুরু পুলিশ নিখিল সোসালে নামক এক আরসিবি কর্মকর্তাকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, তিনি বিজয় মিছিল ও অনুষ্ঠান সংগঠনের দায়িত্বে ছিলেন। অভিযোগ, প্রশাসনিক অনুমতি ও যথাযথ নিরাপত্তা ছাড়াই অনুষ্ঠান সংগঠিত করা হয়।
তদন্তে জানা গেছে, অনুমতির সীমা ছাড়িয়ে বহু মানুষের জমায়েত হয়েছিল। মূল ফটকের বাইরে প্রবল ঠেলাঠেলি শুরু হলে কয়েকজন পদপিষ্ট হয়ে আহত হন। একটি অপ্রত্যাশিত মৃত্যুও ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর।
ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। একপক্ষ বলছে, কোহলি স্বপ্নের জয় এনে দেওয়ার পর তাকে এভাবে অভিযুক্ত করা অনুচিত। অন্যপক্ষের প্রশ্ন—
“সেলিব্রিটিরা যখন জনসমাগম ডাকেন, তখন তাঁদেরও কি কিছু দায় থাকে না?”
অনেকেই বলছেন, শুধু কোহলিই নন, পুরো ফ্র্যাঞ্চাইজি, আয়োজক সংস্থা ও শহর প্রশাসনের যৌথ গাফিলতির ফলেই এই ঘটনা ঘটেছে।
একাধিক সমাজকর্মী ইতিমধ্যেই হাইকোর্টের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁদের বক্তব্য,
“জননিরাপত্তা নিয়ে উদাসীনতা দেখানোর ফলে একাধিক প্রাণ বিপন্ন হয়েছে। এই বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত জরুরি।”
এমনকি বেঙ্গালুরু সিটি কর্পোরেশনকেও দায়ী করে অনেকেই বলছেন, নগর প্রশাসনের পক্ষ থেকে কোনও জরুরি ব্যবস্থা নেওয়া হয়নি।
ঘটনা যেভাবেই গড়াক, এই স্পষ্ট যে সেলিব্রিটি উদযাপন কিংবা জনসমাগমের কোনও আয়োজন শুধু আবেগের বিষয় নয়—এতে জননিরাপত্তা প্রশ্নে বড় দায়িত্ব থাকে। সেই দায়িত্ব থেকে কোনওভাবেই নিস্তার নেই কারওরই, যত বড় তারকা বা প্রতিষ্ঠানই হন না কেন। প্রশাসনের উচিত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করা, যেন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।
আরও পড়ুন :
কলকাতার বুকে ‘মাওবাদী’ হুমকি: স্বর্ণ ব্যবসায়ীর কাছে চাওয়া হল ৫০ লক্ষ টাকা
দারিদ্র দূরীকরণে বিশ্বব্যাঙ্কের স্বীকৃতি: ভারতের দশকে বড় সাফল্য