ফিডে মহিলা দাবা বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করলেন ভারতের দিব্যা দেশমুখ

নাগপুরের ১৯ বছর বয়সী দাবাড়ু দিব্যা দেশমুখ ইতিহাস গড়লেন ফিডে মহিলা দাবা বিশ্বকাপের ফাইনালে উঠে। চীনের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে তিনি ভারতের প্রথম মহিলা হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। জয় নিশ্চিত করলেন নিজের প্রথম GM নর্ম এবং ২০২৬ ক্যান্ডিডেটসের টিকিট।