DurandCup2025 EastBengal
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ডুরান্ড কাপ ২০২৫-এর দিনক্ষণ ঘোষণা হতেই প্রাক-মরসুমের প্রস্তুতিতে তৎপর হয়ে উঠেছে কলকাতার অন্যতম ঐতিহ্যশালী ক্লাব ইস্টবেঙ্গল। ১৬ বার এই প্রতিযোগিতায় শিরোপা জেতা ক্লাবের লক্ষ্য এবারও ট্রফির দিকে, আর সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু করছে তারা সম্পূর্ণ নতুন উদ্যমে(DurandCup2025 EastBengal)।
ইতিমধ্যেই ক্লাব কর্তৃপক্ষ স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো-র নেতৃত্বে ১২ জুলাই থেকে প্রস্তুতি শুরুর পরিকল্পনা নিয়েছে। সেনাবাহিনীর সঙ্গে বৈঠকের মাধ্যমে যুবভারতীর ঘাসের মাঠে প্র্যাকটিস শুরুর অনুমতি চাওয়া হয়েছে। কোচ ব্রুজো চান, ডুরান্ড কাপের প্রস্তুতি ঘাসের মাঠেই হোক যাতে মূল টুর্নামেন্টের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হয়।
যদিও কলকাতা লিগের প্রস্তুতি চালাচ্ছে রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সের অ্যাস্ট্রোটার্ফে, তবে ডুরান্ড কাপকে আলাদা গুরুত্ব দিচ্ছে মশাল ব্রিগেড। সূত্রের খবর, মাঠ সংক্রান্ত অনুমতি মিলে গেলে ১২ জুলাই থেকেই যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ঝাঁপাবে ব্রুজোর শিষ্যরা।
ডুরান্ড কাপ ২০২৫: ইস্টবেঙ্গলের ম্যাচ তালিকা, সময়সূচী ও ভেন্যু এক নজরে
সৌভিক চক্রবর্তীর সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবীকরণ করল ইস্টবেঙ্গল, ২০২৭ পর্যন্ত লাল-হলুদে
ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এই মরসুমে পরিকল্পনার ছকে ঢেলে সাজাচ্ছে স্কোয়াড। বিশেষ করে ডুরান্ড কাপকে এক ধরনের ‘লিটমাস টেস্ট’ হিসেবে দেখছে কোচিং স্টাফ। সেই কারণে দেশি ফুটবলারদের ১১ জুলাইয়ের মধ্যে শহরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বিদেশি ফুটবলারদের জন্য ফেডারেশনের কাছ থেকে ভিসা সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ চলছে। টার্গেট—সকলকে একত্র করে সম্পূর্ণ স্কোয়াড নিয়ে অনুশীলন শুরু করা।
গ্রুপ এ’র প্রতিপক্ষ ও সূচি
ডুরান্ড কাপের গ্রুপ এ’তে পড়েছে ইস্টবেঙ্গল। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ—
সাউথ ইউনাইটেড (২৩ জুলাই)
ইন্ডিয়ান এয়ার ফোর্স
নামধারী এফসি
এই প্রতিপক্ষদের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনার পরিকল্পনা এখন থেকেই শুরু ব্রুজোর। প্রাথমিক লক্ষ্য গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছনো। এরপর লড়াই আরও কঠিন হবে—যেমনটা মরসুমের শুরুতেই প্রত্যাশিত।
ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের অংশগ্রহণ শুধুমাত্র এক প্রতিযোগিতা নয়, বরং এটি পুরো মরসুমের প্রস্তুতির মঞ্চ। নতুন কোচের পরিকল্পনা, খেলোয়াড়দের পারফরম্যান্স, স্কোয়াড গভীরতা—সবকিছু এই টুর্নামেন্টের মাধ্যমে যাচাই করে নিতে চাইছে লাল-হলুদ শিবির।
ইস্টবেঙ্গলের সমর্থকরাও চাতক পাখির মতো অপেক্ষা করছেন দলের মাঠে ফেরার। দীর্ঘদিন ট্রফি খরা কাটানোর তাগিদ এবার আরও বেশি। কোচ ব্রুজোর হাত ধরে সেই স্বপ্ন কতটা সফল হবে, তার প্রাথমিক ইঙ্গিত মিলবে ডুরান্ড কাপেই।
আরও পড়ুন :
কর ফাঁকির দায়ে এক বছরের জেল কার্লো আনচেলত্তির, আদালতের রায় আলোড়ন ফেলল
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে এন চন্দ্রশেখরনের বৈঠক: বাংলায় টাটার বিনিয়োগে নতুন সম্ভাবনার ইঙ্গিত