ডুরান্ড কাপ ঘিরে ইস্টবেঙ্গলের কোমর বেঁধে নামা: ১২ জুলাই থেকে শুরু প্রস্তুতি, টার্গেট ২৩ জুলাই

ডুরান্ড কাপের সূচি ঘোষণার পরই নড়েচড়ে বসেছে ইস্টবেঙ্গল শিবির। কোচ অস্কার ব্রুজোর নেতৃত্বে ১২ জুলাই থেকে যুবভারতীর প্র্যাকটিস মাঠে শুরু হতে চলেছে মরসুমের প্রথম বড় প্রস্তুতি। লাল-হলুদের লক্ষ্য—২৩ জুলাই সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু।