২০২৯ সাল পর্যন্ত এফসি গোয়া থেকে জয় গুপ্তার সাথে চুক্তিবদ্ধ হলো ইস্টবেঙ্গল

২৩ বছর বয়সী ফুল-ব্যাক জয় গুপ্তাকে এফসি গোয়া থেকে সই করালো ইস্টবেঙ্গল। চার বছরের চুক্তিতে তিনি রেড-অ্যান্ড-গোল্ড জার্সি গায়ে নামবেন মাঠে।