east bengal to sign costarican striker
শান্তিপ্রিয় রায়চৌধুরী : দীর্ঘ এক মাস ধরে ইস্টবেঙ্গল ক্লাবে একজন ভালো স্ট্রাইকার আনার কথাবার্তা চলছে। কিন্তু অনেক বিদেশীর নাম এলেও তা চূড়ান্ত হয়নি। কিছুদিন আগে ফরওয়ার্ড তালাল ইনজিওড় হওয়ার জন্য ইস্টবেঙ্গলের সমস্যা বেড়েছে। তাই ইস্টবেঙ্গল দ্রুত চেষ্টা চালাচ্ছে একজন ভালো সেন্টার ফরওয়ার্ড আনার জন্য।
কিছুদিন আগে ইংল্যান্ডের অ্যসলেকে আনার জন্য চেষ্টা চালিয়েছিল ইস্ট বেঙ্গল। কিন্তু বিশাল এমাউন্ট চাওয়ার জন্য ইস্টবেঙ্গল তাকে আনতে পারেনি। এখন আসতে চলেছেন কোস্টারিকার জাতীয় দলের ফুটবলার জুরগেন মনটেনিগের। তিনি জাতীয় দলের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন। খেলেছেন অনূর্ধ্ব ১৯ ও কুড়ি দলে।
২৪ বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ডে বর্তমানে খেলছেন কোস্টারিকার নামি ক্লাব লাভেরিয়ার ক্লাবে। এখন পর্যন্ত পনেরোটি ম্যাচে ছটি গোল করেছেন, রয়েছে পাঁচটি অ্যাসিস্ট।
শোনা যাচ্ছে তার সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত।এখন শুধু সাইন আর মেডিকেল রিপোর্টের অপেক্ষা।
East Bengal vs Punjab FC : পিছিয়ে পড়েও ইস্টবেঙ্গলের চার গোল