Breaking News

East Bengal vs Punjab FC

East Bengal vs Punjab FC : পিছিয়ে পড়েও ইস্টবেঙ্গলের চার গোল

আইএসএলে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে প্রথমার্ধে দু’গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে চার গোল দিল ইস্টবেঙ্গল। জিতল ৪-২ ব্যবধানে। জিতেও অবশ্য ১১ নম্বরে থাকল ইস্টবেঙ্গল।

East Bengal vs Punjab FC : দু’গোলে পিছিয়ে চার গোল দিল ইস্টবেঙ্গল

east bengal vs punjab fc

ক্লাউড টিভি ডেস্ক : আইএসএলে পঞ্জাব এফসি-র (East Bengal vs Punjab FC) বিরুদ্ধে প্রথমার্ধে দু’গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে চার গোল দিল ইস্টবেঙ্গল। জিতল ৪-২ ব্যবধানে। জিতেও অবশ্য ১১ নম্বরে থাকল ইস্টবেঙ্গল। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১০। ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্জাব পাঁচ নম্বরে। জয়ের ফলে বেঁচে থাকল ইস্টবেঙ্গলের প্লে-অফের আশা।

গত শনিবার যুবভারতী দেখেছিল মোহনবাগানের প্রত্যাবর্তন। কেরল ব্লাস্টার্সের কাছে পিছিয়ে থাকা মোহনবাগান খেলা ঘুরিয়ে দিয়েছিল শেষ কয়েক মিনিটে। তবে মঙ্গলবার ইস্টবেঙ্গল প্রত্যাবর্তন করে ম্যাচ শেষ করে দিল ৩০ মিনিট আগেই। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ইস্টবেঙ্গলের যে ঝড় দেখা গেল কার্যত তা উড়িয়ে নিয়ে গেল পঞ্জাবকে।

প্রথমার্ধে দু’গোলে পিছিয়ে থাকা দল দ্বিতীয়ার্ধে খেলতে নামার পরে দুটো জিনিস দেখতে পাওয়া যেতে পারে। হয় সেই দল আত্মবিশ্বাসের তলানিতে থেকে আরও গোল হজম করে হারবে। অথবা ঘুরে দাঁড়াবে। মঙ্গলবার ইস্টবেঙ্গল বেছে নিল দ্বিতীয়টাই। ৪৬ মিনিট থেকে ৬৬ মিনিটের মধ্যে যুবভারতীতে যা দেখা গেল, তার ঘোর কাটতে ইস্টবেঙ্গল সমর্থকদের সময় লাগবে। কবে ইস্টবেঙ্গল দু’গোলে পিছিয়ে থেকে চার গোলে জিতেছে তা নিয়ে মাথা চুলকাতে হতে পারে। কলকাতার তিন প্রধানের মধ্যে ইস্টবেঙ্গলই প্রথম দল যারা দ্বিতীয়ার্ধে চার গোল দিল। ৪৬ থেকে ৬৬, এই ২০ মিনিটের মধ্যে চার-চারটি গোল করল ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই এক গোল শোধ করে লাল-হলুদ। ডান দিক থেকে ক্লেটন সিলভার ফ্রিকিকে মাথা ছুঁইয়ে গোল করেন হিজাজি মাহের। আট মিনিট পরে দ্বিতীয় গোল। এ বার মাঝমাঠ থেকে মহম্মদ রাকিপের থেকে ক্রস পেয়েছিলেন বিষ্ণু। বল ধরে একটু ভেতরে ঢুকে বিপক্ষের গোল লক্ষ্য করে শট মেরেছিলেন। পঞ্জাবের এক ফুটবলারের গায়ে লেগে তা গোলে ঢুকে যায়। চাপের মুখে পঞ্জাবের ভুল এগিয়ে দেয় ইস্টবেঙ্গলকে। ডান দিক থেকে নন্দকুমারের পাস ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন সুরেশ মিতেই। তারও ছ’মিনিট পরে আবার বিষ্ণু-ম্যাজিকে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এ বার বাঁ দিক থেকে কেরলের ফুটবলারের ক্রসে প্রায় মাটিতে শুয়ে পড়ে হেডে গোল করেন ডেভিড লালানসাঙ্গা।

x (twitter) –https://x.com/cloudTV_NEWS

Breaking : ইউক্রেনের হত্যাকারীদের বোমা হামলায় রাশিয়ার রাসায়নিক অস্ত্র প্রধান নিহত মস্কো তে

Uyghur Rebels and China : ‘উইঘুর’ মুসলিম যোদ্ধাদের নিয়ে তৈরি সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী ‘তুর্কিস্তান ইসলামিক পার্টি’র থেকে এ বার সরাসরি হুমকি পেল চিন।

ad

আরও পড়ুন: