EastBengal DurandCup2025
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের দুরন্ত ফর্ম অব্যাহত। আজ সন্ধ্যায় কিশোরভারতী স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচে এয়ারফোর্স ফুটবল দলের বিরুদ্ধে ৬-১ ব্যবধানে বড় জয় (EastBengal DurandCup2025) তুলে নিল অস্কার ব্রুজোর শিষ্যরা। যদিও ম্যাচের শুরুতে এবং প্রথমার্ধ জুড়ে একাধিক সুযোগ হাতছাড়া হওয়ায় কোচের মুখে কিছুটা হলেও চিন্তার রেখা দেখা গেছে।
খেলা শুরুর মাত্র ৬ মিনিটের মাথায় প্রথম গোল পায় লাল-হলুদ শিবির। হামিদ আহদাদ নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন। গোলের পরপরই একের পর এক আক্রমণ শানায় ইস্টবেঙ্গল। বিপিন সিং প্রথমার্ধে অন্তত দু’টি সহজ সুযোগ মিস করেন, যা হলে ১৫ মিনিটেই তিন গোলে এগিয়ে যেতে পারত দল।
তবে সুযোগ নষ্টের মধ্যেই বিপিন সিং গোলকিপারকে কাটিয়ে এক দৃষ্টিনন্দন গোল করেন, যা দর্শকদের মাতিয়ে দেয়। স্কোরলাইন দাঁড়ায় ২-০। কিন্তু খেলার গতির বিপরীতে ২৮ মিনিটের মাথায় এয়ারফোর্সের আমন খান একটি গোল শোধ করে দেন। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে।
ডুরান্ড কাপ ২০২৫: দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু ইস্টবেঙ্গলের, ৫-০ গোলে বিধ্বস্ত সাউথ ইউনাইটেড
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে অস্কার ব্রুজোর ছেলেরা। ৬৩ মিনিটে আনোয়ার আলির দুরন্ত হেডারে ব্যবধান বাড়ে ৩-১। মাত্র চার মিনিট পর, ৬৭ মিনিটে বদলি হিসেবে নামা বাসিম রশিদ দূরপাল্লার এক শক্তিশালী শটে গোল করে স্কোর ৪-১ করেন।
৮৪ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার হাভিয়ের ক্রেসপো মশাল বাহিনীকে ৫-১ গোলে এগিয়ে দেন। আর যোগ করা সময়ে (৯১ মিনিটে) ডেভিড দলের ষষ্ঠ গোলটি করেন।
ডুরান্ড কাপে লিগ পর্যায়ের তিন ম্যাচে মোট ১২ গোল করে লাল-হলুদ শিবির আত্মবিশ্বাসের তুঙ্গে। এই ম্যাচে গোল পেলেও কোচ অস্কার ব্রুজো ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে বলেন,
“প্রথমার্ধে যেভাবে সহজ সুযোগ নষ্ট হয়েছে, সেটা আমাদের বড় ম্যাচে বিপদে ফেলতে পারে। তবে দলের সামগ্রিক পারফরম্যান্স এবং খেলোয়াড়দের মনোভাব নিয়ে আমি সন্তুষ্ট।”
এয়ারফোর্স দল লড়াই করলেও ইস্টবেঙ্গলের গতি ও কৌশলের সামনে বারবার ভেঙে পড়ে। ডিফেন্স লাইনে সমন্বয়ের অভাব এবং গোলরক্ষকের ভুলের কারণে বড় ব্যবধান এড়ানো সম্ভব হয়নি।
এই জয়ের ফলে ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে আরও উজ্জীবিত হয়ে নামবে। সমর্থকদের আশা, এই ফর্ম ধরে রাখলে লাল-হলুদ শিবির ডুরান্ড কাপে শিরোপা দৌড়ে অন্যতম দাবিদার হয়ে উঠবে।
আরও পড়ুন :
ভিসা নীতিতে বড় পরিবর্তন, বাংলাদেশিদের জন্য সুখবর দিলো ভারত