EastBengal JoyGupta
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক: অবশেষে গুঞ্জন সত্যি হলো। গোয়ার ক্লাব ছেড়ে ইস্টবেঙ্গলে সই করলেন ভারতীয় জাতীয় দলের সাইড ব্যাক জয় গুপ্ত। দীর্ঘদিন ধরেই এই ট্রান্সফার নিয়ে জল্পনা চলছিল। বুধবার সরকারিভাবে সমস্ত কাগজপত্র ঠিকঠাক করে লাল-হলুদ শিবিরে যোগ দিলেন এই ডিফেন্ডার। জানা গেছে, প্রায় দেড় কোটি টাকার বিনিময়ে এই চুক্তি (EastBengal JoyGupta) সম্পন্ন হয়েছে।
যদিও গোয়ার পক্ষ থেকে আর্থিক বিষয়টি প্রকাশ করা হয়নি, তবে ইস্টবেঙ্গল ক্লাব সূত্রে জানা গিয়েছে, জয় গুপ্তের ট্রান্সফার ফি এবার রেকর্ড গড়েছে। ভারতীয় ফুটবলে এমন বড় চুক্তি খুব কমই হয়। ফলে ইস্টবেঙ্গলের সমর্থকদের কাছে এ এক বিশেষ সুখবর।
আজ সন্ধ্যায় ইস্টবেঙ্গলে নতুন স্ট্রাইকার! মরোক্কোর হামিদ আহাদাদের যোগদানের অপেক্ষা
বর্তমানে জয় গুপ্তের স্বাক্ষর অনুমোদনের জন্য ফেডারেশনের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে ছাড়পত্র এলে তাকে কম্পিটিশন ম্যানেজমেন্ট সিস্টেমে (CMS) অন্তর্ভুক্ত করা হবে। এর পরই তিনি লাল-হলুদ জার্সিতে নামতে পারবেন মাঠে।ফলে মরসুম শুরুর আগেই দল পেয়ে যাচ্ছে এক শক্তিশালী ডিফেন্ডার, যা কোচিং স্টাফদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
ইস্টবেঙ্গল সমর্থকরা সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই জয় গুপ্তকে স্বাগত জানিয়েছেন। সাইড ব্যাক পজিশনে দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য খেলোয়াড়ের অভাব ছিল। জয় যোগ দেওয়ায় সেই ঘাটতি মিটবে বলেই আশাবাদী লাল-হলুদ ভক্তরা।
আরও পড়ুন :
ওয়ানডে দলের নেতৃত্বে আসছে বড় চমক, বিসিসিআইয়ের নজরে শ্রেয়াস আইয়ার
শিয়ালদহে বাংলায় কথা বলার অপরাধে ছাত্রদের ওপর হামলা, উত্তেজনা কারমাইকেল হোস্টেলে