ডার্বির রং লাল-হলুদ, নায়ক সায়ন বন্দ্যোপাধ্যায়

এই জয় শুধু তিন পয়েন্ট নয়, মনস্তাত্ত্বিক লড়াইটাও ইস্টবেঙ্গলের পক্ষে নিয়ে গেল। সায়ন বন্দ্যোপাধ্যায় নতুন করে প্রমাণ করলেন, তিনি ভবিষ্যতের তারকা। কলকাতা লিগের এই ডার্বি আবার প্রমাণ করল, বাংলা ফুটবলের রোমাঞ্চ এখনও অটুট।