Breaking News

EBTransfer2025

দলবদল: একসঙ্গে তিন বিদেশির নাম ঘোষণা ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গল একসঙ্গে তিন বিদেশি ফুটবলারকে সই করাল—মিগুয়েল, মহম্মদ রশিদ ও কেভিন সিবিয়ে। তিনজনেরই রয়েছে চমৎকার ট্র্যাক রেকর্ড, আর তাদের মাধ্যমে দলের পারফরম্যান্সে আমূল পরিবর্তনের আশা করছে লাল-হলুদ শিবির।

EBTransfer2025: East Bengal's New Foreign Players %%page%% %%sep%% %%sitename%%

EBTransfer2025

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : নতুন মরশুমকে সামনে রেখে দলে বড়সড় রদবদল করল ইস্টবেঙ্গল। একসঙ্গে তিন বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করল লাল-হলুদ শিবির (EBTransfer2025)। এক বছরের চুক্তিতে দলে নেওয়া হল মিগুয়েল ফিগুয়েরা, মহম্মদ রশিদ এবং কেভিন সিবিয়ে-কে


নতুন লাল-হলুদ বিদেশিরা:

মিগুয়েল ফিগুয়েরা (মিডফিল্ডার, স্পেন)

  • আগেও ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো-র অধীনে খেলেছেন বসুন্ধরা কিংস-এ

  • ৬৪ ম্যাচে ৩৭ গোল, ২৬ অ্যাসিস্ট (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)

  • সৃজনশীলতার পাশাপাশি রক্ষণে ভূমিকা রাখতে সক্ষম

️ মহম্মদ রশিদ (ডিফেন্সিভ মিডফিল্ডার, প্যালেস্টাইন)

  • এএফসি এশিয়ান কাপে শেষ ষোলোতে প্যালেস্টাইনকে তোলার নায়ক

  • ইন্দোনেশিয়ার পারসেবায়া সুরাবায়ার হয়ে ৩৩ ম্যাচে ৬ গোল

  • মিডফিল্ডে ভারসাম্য আনতে সক্ষম

কেভিন সিবিয়ে (সেন্টার ব্যাক, আর্জেন্টিনা)

  • রিভার প্লেট অ্যাকাডেমির ছাত্র

  • ২৬ বছর বয়সি এই ডিফেন্ডারকে ঘিরে অনেক প্রত্যাশা

  • গত মরশুমে দুর্বল ডিফেন্সের জায়গা পূরণে আসছেন

আই লিগের প্রতিভা এবার লাল-হলুদে! মার্তান্দ রায়নাকে দলে নিল ইস্টবেঙ্গল

ডুরান্ড কাপ ২০২৫: ইস্টবেঙ্গলের ম্যাচ তালিকা, সময়সূচী ও ভেন্যু এক নজরে


কী বলছেন থাংবোই সিংটো?

ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবোই সিংটো বলেছেন,

“মিগুয়েল, রশিদ, কেভিন—তিনজনই নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। অস্কারের পরিকল্পনা অনুযায়ী এদের বেছে নেওয়া হয়েছে। আমরা এমন খেলোয়াড় চাই যারা মাঠে পার্থক্য গড়ে দিতে পারে।”


দলের রূপ বদলানোর পরিকল্পনা

  • গত মরশুমের হতাশাজনক পারফরম্যান্স ভুলে নতুন দল গড়ছে ইস্টবেঙ্গল

  • একাধিক পুরোনো বিদেশিকে সরিয়ে নতুন মুখের উপর আস্থা

  • রক্ষণ, মিডফিল্ড ও অ্যাটাক—তিন বিভাগেই ভারসাম্য রাখতে চাইছে ক্লাব

আরও পড়ুন :

পিছিয়ে গেল শনিবারের ডার্বি, নতুন দিনক্ষণ ২৬ জুলাই

২০২৬ বিশ্বকাপ: টিকিট বিক্রি কবে থেকে শুরু হবে, দাম কত, কীভাবে কিনবেন

ad

আরও পড়ুন: