KolkataLeague2025
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | শান্তিপ্রিয় রায়চৌধুরী : প্রতীক্ষা ছিল বহুদিনের, অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল কলকাতা লিগের নতুন মরসুমের গ্রুপ বিন্যাস (KolkataLeague2025)। আর এবারের সবচেয়ে বড় চমক—গ্রুপ পর্বেই মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। অর্থাৎ, বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি এবার প্রথম থেকেই শুরুর আগুন ধরাবে ময়দানে।
বুধবার বিকেলে আইএফএ (ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ২০২৫-২৬ মরসুমের প্রিমিয়ার ডিভিশন লিগের গ্রুপ বিন্যাস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের একাধিক প্রাক্তন ও কিংবদন্তি ফুটবলার—সুব্রত পাল, অলোক মুখার্জি, ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য, দীপেন্দু বিশ্বাস, রহিম নবি, মেহতাব হোসেন এবং অ্যালভিটো ডিকুনহা।
কলকাতার ফুটবলের প্রাণকেন্দ্র গ্রুপ ‘এ’-তে এবার এক ছাতার তলায় ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। স্বাভাবিকভাবেই গ্রুপ পর্বে শুরু থেকেই মিলবে হাইভোল্টেজ ডার্বির স্বাদ। এই দুই ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে একই গ্রুপে থাকছে—
মেসার্স ক্লাব
কালিঘাট স্পোর্টস লাভার্স
সুরুচি সংঘ
রেলওয়ে এফসি
বিএসএস স্পোর্টিং ক্লাব
জর্জ টেলিগ্রাফ
ক্যালকাটা কাস্টমস
কালিঘাট এমএস
পাঠচক্র
আর্মি রেড
পুলিশ এফসি
মোট ১৩টি দল রয়েছে এই গ্রুপে, যার মধ্যে বেশ কিছু দল নিয়মিত কলকাতা লিগে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করে আসছে।
অন্যদিকে, গ্রুপ ‘বি’তেও রয়েছে উত্তেজনা। এখানে মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে খেলবে বেশ কিছু উদীয়মান দল। পূর্ণ তালিকাটি হল—
মহামেডান স্পোর্টিং ক্লাব
ডায়মন্ড হারবার এফসি
শ্রীভূমি স্পোর্টিং ক্লাব
কলকাতা পুলিশ
উয়াড়ি অ্যাথলেটিক
ইউনাইটেড স্পোর্টস ক্লাব
ভবানীপুর ক্লাব
আসুস রেনবো এফসি
এরিয়ান ক্লাব
খিদিরপুর এফসি
ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব
সার্দান সমিতি
পিয়ারলেস এফসি
এই গ্রুপে প্রথমবার প্রিমিয়ার ডিভিশন খেলবে ‘ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব’, যা নতুন মরসুমে নতুন মুখ হিসেবে নজর কাড়বে।
আইএফএ-র তরফে জানানো হয়েছে, এই মরসুমে তারা চেষ্টা করছেন কলকাতা লিগকে আরও পেশাদার ও আকর্ষণীয় করে তুলতে। গ্রুপ বিন্যাসের ক্ষেত্রে বিভিন্ন দলের গত মৌসুমের পারফরম্যান্স, ফ্যান বেস ও মাঠ ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে।
আইএফএ সচিব জানিয়েছেন, “এই মরসুমে আমরা চাইছি বেশি করে ডার্বি ও হাই ইন্টেন্সিটি ম্যাচ রাখতে, যাতে সমর্থকদের আগ্রহ ও অংশগ্রহণ বাড়ে।”
ডার্বির উত্তেজনা থাকছে শুরুতেই। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ নিয়ে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে। কলকাতা ময়দানে বহুদিন পর ফের এমন এক মরসুম আসছে, যেখানে প্রথম থেকেই থাকছে তীব্র লড়াই, ঐতিহ্য, আর আবেগের ঝড়।
ক্লাবগুলি এখন দল গঠনের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত। কিছু দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে প্রথম ম্যাচের তারিখ ও সূচি।
আরও পড়ুন :
ফিফা ক্লাব বিশ্বকাপে অবশেষে একই ক্লাবে খেলতে চলেছেন মেসি রোনাল্ডো ?