Breaking News

Ancelotti To Brazil

আনচেলত্তিকে পেতে ‘ছাড়েনি কিছুই’ ব্রাজিল, স্কালোনির তুলনায় ৪ গুণ বেতন

আনচেলত্তির বার্ষিক বেতন ১০ মিলিয়ন ইউরো, সঙ্গে রয়েছে ৫ মিলিয়ন ইউরোর বোনাস

Ancelotti To Brazil: A New Coaching Era %%page%% %%sep%% %%sitename%%

Ancelotti To Brazil

শান্তিপ্রিয় রায়চৌধুরী: ফুটবল ইতিহাসে অন্যতম সফল কোচ হিসেবে পরিচিত কার্লো আনচেলত্তি এবার দায়িত্ব নিতে চলেছেন ব্রাজিল জাতীয় দলের (Ancelotti To Brazil) প্রধান কোচ হিসেবে। ইতালির এই কিংবদন্তি কোচকে আনতে ঝাঁপিয়ে পড়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন (CBF)। আগামী ২৬ মে আনুষ্ঠানিকভাবে সেলেসাওদের দায়িত্ব তুলে নেবেন আনচেলত্তি, আর শুরু হবে তার নতুন অধ্যায় – একেবারে রাজকীয় চুক্তির মধ্যে দিয়ে।

আনচেলত্তিকে কোচ করার জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশন যে আর্থিক প্রস্তাব দিয়েছে, তা রীতিমতো চোখ ধাঁধানো। CBF প্রতি বছর তাকে দেবে ১০ মিলিয়ন ইউরো বেতন, যার সঙ্গে যোগ হবে নানারকম পারফরম্যান্স বোনাস। বিশ্বকাপ জিতলে আরও ৫ মিলিয়ন ইউরো অতিরিক্ত পাবেন আনচেলত্তি। শুধু তাই নয়, ব্রাজিল যদি অন্তত সেমিফাইনালেও পৌঁছে যায়, তাহলেও তার বেতন আরও বাড়বে।

অপরদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, যিনি ২০২২ সালে মেসিদের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছেন, তিনি বছরে পান মাত্র ২.৬ মিলিয়ন ইউরো। অর্থাৎ আনচেলত্তির বেতন স্কালোনির চেয়ে প্রায় ৪ গুণ বেশি

আনচেলত্তির গন্তব্য এবার ব্রাজিল: জুনে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন কিংবদন্তি কোচ

আনচেলত্তি যাচ্ছেন ব্রাজিল, রিয়ালের অধ্যায় শেষের পথে

তবে আর্থিক দিক দিয়েই নয়, আনচেলত্তির (Ancelotti To Brazil)  জন্য থাকছে আরও চমক। ব্রাজিল সরকার এবং ফুটবল ফেডারেশন সম্মিলিতভাবে তাকে দিচ্ছে একাধিক বিশেষ সুবিধা। তিনি থাকবেন রিও ডি জেনিরোর এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে, যার সমস্ত খরচ বহন করবে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

বিদেশ ভ্রমণের জন্য আনচেলত্তিকে দেওয়া হবে একটি প্রাইভেট জেট। তার চিকিৎসা সুরক্ষার জন্য থাকছে আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা এবং একটি পূর্ণাঙ্গ জীবন বীমাও

এই ধরনের চুক্তি শুধুমাত্র একজন কিংবদন্তি কোচকেই দেওয়া সম্ভব, এবং ব্রাজিল এ বিষয়ে কোনও কার্পণ্য করেনি। ব্রাজিলের ফুটবল ঐতিহ্য রক্ষার দায়িত্ব এবার তুলে দেওয়া হয়েছে এমন একজনের হাতে, যিনি ইতিমধ্যেই ইউরোপের পাঁচটি বড় ক্লাবে লিগ জিতেছেন এবং সর্বাধিকবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কৃতিত্ব অর্জন করেছেন।

ব্রাজিলের এই চুক্তি আরও একবার দেখিয়ে দিল, তারা ২০২৬ বিশ্বকাপে শিরোপা জয়ের জন্য কতটা মরিয়া। ২০০২ সালের পর থেকে ব্রাজিল আর কোনও বিশ্বকাপ জিততে পারেনি। সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আনচেলত্তির ওপরই ভরসা রাখতে চলেছে সেলেসাও।

বিশ্ব ফুটবলে কোচদের বেতনের এই বিশাল ফারাক অনেক বিতর্কও তৈরি করছে। অনেকে প্রশ্ন তুলছেন, একজন বিশ্বচ্যাম্পিয়ন কোচ যেখানে ২.৬ মিলিয়ন পান, সেখানে এত বিশাল অঙ্ক খরচ করে আনচেলত্তিকে আনা কতটা যুক্তিযুক্ত? যদিও ব্রাজিলের উত্তর সোজা — তারা আবার বিশ্বজয়ের মঞ্চে ফিরতে চায়, আর আনচেলত্তিই সেই স্বপ্নপূরণের কারিগর।

#AncelottiToBrazil #BrazilFootball #ScaloniVsAncelotti #CBFContract #FIFAWorldCup2026 #FootballSalaries #CoachingGiants #BrazilDreamsBig

আরও পড়ুন :

১৭ মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পুনরায় শুরু, দেখে নিন ম্যাচের সম্পূর্ণ তালিকা

আসন্ন ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক, যুক্তরাষ্ট্রে খেলা দেখার সুযোগ হারাচ্ছেন ‘উগ্র সমর্থকেরা’

ad

আরও পড়ুন: