Football Fun Facts
শান্তিপ্রিয় রায় চৌধুরী : ফুটবলের মাঠে রোজই কিছু মজার (Football Fun Facts) ঘটনা ঘটছে, আমরা কত জনই বা তা মনে রাখতে পেরেছি। সেইসব ঘটনা মনে করিয়ে দিতেই এই প্রতিবেদন।
ভাত খেয়ে খেলতে নামা (Football Fun Facts) :
ঊনিশ শতকের শেষ দিকে ইংলিশ গোলরক্ষক জ্যাক রবিনসন অদ্ভূত সব কাণ্ড ঘটিয়ে দর্শকদের অবাক করে দিতেন। এই গোলরক্ষক মাঠে নামার আগে খুব ভালোমতো ভাত খেয়ে নিতেন। তার বিশ্বাস ছিল, ভাত খেয়ে মাঠে নামলে তাকে গোল খেতে হবে না। কাকতলীয়ভাবে একটি ম্যাচে সে ভাত না খেয়ে মাঠে নেমে ১১ গোল হজম করেছিল!
বই পড়ে ও টিভি,রেডিও মেরামত করে কারাগারে দিন কাটাচ্ছেন রবিনহো
কৌতুকের খেসারত (Football Fun Facts) :
সামান্য কৌতুক করে খেসারত দিতে হয়েছে ইংল্যান্ডের প্রাক্তন ফরোয়ার্ড রডনি মার্শকে। ১৯৭৩ সালে ইংলিশ ফুটবলার স্যার আলফ রামসেকে নিয়ে কৌতুক করলে রডনি মার্শকে চিরতরে জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়।ইংল্যান্ডের হয়ে রডনি মার্শ ৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ১টি গোল করেছেন।
মহামূল্যবান ১ পাউন্ড (Football Fun Facts) :
২০০২ সালে এফএ কাপের ফাইনাল। ম্যাচে মুখোমুখি হয়েছিল লিভারপুল এবং আর্সেনাল। শিরোপা জয়ের জন্য দু’দলই তখন মরিয়া। এক সময় মাঝ মাঠে পড়েছিল ১ পাউন্ডের একটি কয়েন। লিভারপুলের রক্ষণভাগের খেলোয়াড় জেমি কারেগারের পায়ে লেগে কয়েনটি চ্যাপ্টা হয়ে যায়। তিনিও পিছলে পড়ে যান। খেলা বন্ধ করে কারেগার কয়েনটি হাতে তুলে নেন। ব্যাস, এতেই তার বিপদ ঘটে। হঠাৎ খেলা বন্ধ করার কারণে রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। এখানেই শেষ নয়, লিভারপুল ক্লাবকেও ৪০ হাজার পাউন্ড জরিমানা করা হয়।
মাসকট বহিষ্কার(Football Fun Facts) :
মাঠে কোনো অন্যায় আচরণের জন্য রেফারি মাঠ থেকে খেলোয়াড় বহিষ্কার করেন। সেটাই স্বাভাবিক। কিন্তু কোনো মাসকটকে মাঠ থেকে বের করে দেওয়া হয়, এমন খবর কেউ শুনেছেন? অবিশ্বাস্য হলেও সত্যি, এমন ঘটনা ঘটেছে ১৯৯৮ সালে। ব্র্যাডফোর্ড সিটির বিপক্ষে লড়ছিল লিংকন সিটি। এক পর্যায়ে খেলোয়াড়রা দাবি করেন মাসকট সমস্যা করছে। আর তাতেই কাজ হলো। মাসকটকে মাঠ থেকে বিদায় করা হলো।
আরও পড়ুন :
যে ১০ দেশে মোট জনসংখ্যায় মহিলার অনুপাত বেশি!
বনির আপত্তি সত্ত্বেও পরমব্রতর সঙ্গে ‘ইমরান হাশমি’ স্টাইলে চুমু খেলেন কৌশানী
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS