Breaking News

286 Run 1 Ball

ক্রিকেটে অদ্ভুত ঘটনা! এক বলে ২৮৬ রান!

ক্রিকেট মানেই উত্তেজনা। আর এই ক্রিকেটে ঘটে গেছে কত মজার মজার ঘটনা। যেগুলো শুনলে আপনাকে অবাক হতে হবে। আজ ক্রিকেট নিয়ে সেরকমই হাস্যকর ঘটনার কথা জানাবো।

286 Run 1 Ball: A Cricketing Comedy %%page%% %%sep%% %%sitename%%

286 Run 1 Ball

শান্তিপ্রিয় রায়চৌধুরী :  ১০০ বছর আগে ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডের মাঠে এই হাস্যকর ঘটনাটি ঘটেছিল (286 Run 1 Ball)। সেদিন ভিক্টোরিয়া দলের সঙ্গে অন্য একটি দলের খেলা ছিল। ম্যাচের প্রথম বলেই ভিক্টোরিয়ার এক ব্যাটসম্যানের জোরাল শট বল বাউন্ডারি পেরোনোর আগেই মাঠের বাউন্ডারি সীমানায় থাকা একটি গাছের উঁচু ডালে বলটি আটকে যায়। এর মধ্যেই ভিক্টোরিয়ার দুই ব্যাটসম্যান রানের জন্য দৌড় শুরু করেন। অন্যদিকে, বিপক্ষ দল বল হারিয়ে গেছে বলে আম্পায়ারের কাছে আর্জি জানায়। কিন্তু বল তো গাছের ডালে আটকে! আর স্পষ্ট দেখাও যাচ্ছে। তাই আম্পায়ার কী করে বল হারিয়ে যাওয়ার সঙ্কেত দিতে পারেন! বিপক্ষ দলের আবেদনে সাড়া না দিয়ে আম্পায়ার গাছের ডাল ছেঁটে বল পাড়ার নির্দেশ দেন গ্রাউন্ড স্টাফকে।

‘দ্বি-স্তর টেস্ট ক্রিকেট হবে ভয়ঙ্কর’, বলছেন ক্লাইভ লয়েড

ক্রিকেট টাকা ঢালছেন অভিষেক বচ্চন

এদিকে অনেক চেষ্টা সত্ত্বেও বল তো আর গাছের ডাল পড়ে না। তখন গ্রাউন্ড স্টাফ মরীয়া হয়ে বন্দুক থেকে বল লক্ষ্য করে গুলি ছোঁড়েন। বল মাটিতে পড়ে। ততক্ষণে ভিক্টোরিয়ায় ব্যাটসম্যানরা ২৮৬ বার উইকেটের মধ্যে দৌড়ে ফেলেছেন (286 Run 1 Ball)। এরপর ভিক্টোরিয়া আর না খেলে তাদের ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। ভিক্টোরিয়া সেই ম্যাচে জয়ী হয়েছিল।

আরও পড়ুন :

পতৌদি ট্রফিকে অবসরে পাঠানোর চিন্তা করছে ইসিবি, হতাশ শর্মিলা ঠাকুর

পুদুচেরি এবং টেনকাসিতে চেন্নাই সুপার কিংস ক্রিকেট একাডেমি করবে

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: