IPL 2025 Trophy
ক্লাউড টিভি ডেস্ক : আইপিএল শুরুর দিন হয়ে এল। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে আর কয়েকটা দিন বাকি। আয়ের দিক থেকে জনপ্রিয়তায় এই লীগ বিশ্বের সব ফ্রাইঞ্চাইজি লীগকে ছাড়িয়ে গেছে। বিশ্বে এমন কোনও লিগ নেই যারা আইপিএল-এর (IPL 2025 Trophy) সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।
২০২৫ এ যে দল আইপিএল চ্যাম্পিয়ন হবে সেই দল পাবে ২০ কোটি টাকা। আর যে দল ফাইনালে হেরে যাবে তারা পাবে ১৩ কোটি টাকা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত ফাইনালে নেই, ক্ষতির মুখে এমসিসি
মাওখানুতে হবে ‘উত্তর-পূর্বের বৃহত্তম’ স্টেডিয়াম
কিন্তু কোটি কোটি টাকার আইপিএলের জন্য যে ট্রফিটি (IPL 2025 Trophy) তৈরি হয়েছে তার দাম কত জানেন? শুনলে চমকে উঠবেন। জানার আছে তাতে কতটা সোনা-রুপো রয়েছে। এ তথ্য অনেকেই কাছেই এখনও অজানা।
প্রথমেই জেনে নিন বিসিসিআইয়ের তৈরি আইপিএল ট্রফিটি কী দিয়ে তৈরি হয়েছে? আইপিএলের ট্রফিটি বেশিরভাগটাই সোনা দিয়ে তৈরি। এছাড়া রুপো ও হীরের কিছু কাজও রয়েছে ট্রফিতে।
আর আইপিএলের ট্রফিটি দামের দিক থেকে অনেক ট্রফিকেই টেক্কা দিতে পারে। দাম কত জানেন? ট্রফিটির দাম প্রায় ৫ কোটি টাকা! (IPL 2025 Trophy)
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS