Breaking News

ballon d'or 2025

ব্যালন ডি’অরের দৌড়ে এখন এগিয়ে কারা

চলতি মরসুমে বার্সার হয়ে ৪৮ ম্যাচে ৩০ গোল ও ২৩টি অ্যাসিস্ট আছে এই উইঙ্গারের

Ballon d'Or 2025: Who Will Take the Prize? %%page%% %%sep%% %%sitename%%

ballon d'or 2025

শান্তিপ্রিয় রায়চৌধুরী : চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতায় পর সালাহ,এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়রদের কপাল পুড়েছে। মহাদেশিয় শ্রেষ্ঠত্ব জয়ের দৌড় থেকে ছিটকে গেছে সালাহর লিভারপুল ও ভিনি-এমবাপ্পেদের রিয়াল মাদ্রিদ। তাই পরের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে তারা এখন অনেকটাই পিছিয়ে পড়েছেন। বিশেষজ্ঞদের মতে, ব্যালন ডি অর দৌড়ে এরা ছিটকেই গেছেন।

এবার ব্যালন ডি’অরের দৌড়ে এরা পিছিয়ে গেলে তাহলে এগিয়ে আছেন কারা? ধারণা করা হচ্ছে, এখন ব্যালন ডি অর দৌড়ে এখন সবার চেয়ে এগিয়ে আছেন বার্সিলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ক্যারিয়ারের সেরা সময় পার করছেন এই ব্রাজিলিয়ান। চলতি মরসুমে বার্সার হয়ে ৪৮ ম্যাচে ৩০ গোল ও ২৩টি অ্যাসিস্ট আছে এই উইঙ্গারের।

আইএসএল ২০২৪-২৫: ভেনেজুয়েলার ফরোয়ার্ড রিচার্ড সেলিসকে (Richard Celis)সই করাল ইস্টবেঙ্গল

চিপকে বিধ্বস্ত চেন্নাই, সম্রাট ধোনির বিদায় সময় এসে গেল?

চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা শিরোপার দৌড়ে এখনো ভালোভাবেই টিকে আছে বার্সিলোনা। যদি শেষ পর্যন্ত দুটি শিরোপাই জিততে পারে কাতালান ক্লাবটি, তাহলে রাফিনিয়া অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যালন ডি’অর জিতে নিতে পারেন।

ব্যালনের দৌড়ে আছেন আরও দুই বার্সা ফুটবলার লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানডফস্কি। এই সময়ের অন্যতম সেরা ফুটবলার ইয়ামাল চলতি মরসুমে ৪৬ ম্যাচে অবদান রেখেছেন ৩৬ গোলে। এর মধ্যে আছে ১৪টি গোল ও ২২টি অ্যাসিস্ট।
আর লেভানডফস্কি ৪৮ ম্যাচে ৪০ গোল ও ৩ অ্যাসিস্টে ব্যালনের দৌড়ে টিকে আছেন।

এছাড়া বার্সিলোনার প্রাক্তন ফরোয়ার্ড উসমান দেম্বেলেও রয়েছে ব্যালন ডি’অরের দৌড়ে। এরই মধ্যে লিগ আঁর শিরোপা নিশ্চিত করেছে তার ক্লাব পিএসজি। চ্যাম্পিয়নস লিগ জয়ের সম্ভাবনাও টিকে রয়েছে। চলতি মরসুমে দলের হয়ে ৪২ ম্যাচে ৩২ গোল ও ১১টি অ্যাসিস্ট আছে বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকার। পিএসজি যদি চ্যাম্পিয়নস লিগ জিততে পারে, তবে দেম্বেলেও এগিয়ে যাবেন ব্যালন ডি’অরের দৌড়ে।

এছাড়া ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজও আছেন এই দৌড়ে। সিরি আ এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার দৌড়ে আছে ইন্টার। আর ক্লাবের হয়ে এই মরসুমে ৪৪ ম্যাচে ২১টি গোল ও ৬টি অ্যাসিস্ট আছে মার্তিনেজের।

#ballond’or2025 #rafinha #yamalballond’or #lewandowski

আরও পড়ুন :

কারাবাসেও ‘প্রেমের অধিকার’: ইতালির জেলে তৈরি হল ‘মিলন কক্ষ’, ইতিহাসে প্রথম আইনি অনুমোদন

SSC Protest: জলও দেওয়া হয়নি, টয়লেটও ছিল বন্ধ,রাতভর উত্তপ্ত এসএসসি অফিস চত্বর

ad

আরও পড়ুন: