Breaking News

Shane Warne Death

শেন ওয়ার্নের মৃত্যুর তিন বছর পর প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য

২০২২ সালের ৪ মার্চ ৫২ বছর বয়সে মারা গেছেন শেন ওয়ার্ন। তিন বছরেরও বেশি সময় কেটে গেছে। তার মৃত্যু হয়েছিল হৃদ্‌রোগে

Shane Warne Death: Unraveling the Mystery %%page%% %%sep%% %%sitename%%

Shane Warne Death

শান্তিপ্রিয় রায়চৌধুরী : ২০২২ সালের ৪ মার্চ ৫২ বছর বয়সে মারা গেছেন শেন ওয়ার্ন। তিন বছরেরও বেশি সময় কেটে গেছে। তার মৃত্যু হয়েছিল হৃদ্‌রোগে (Shane Warne Death)। কিন্তু এটাই কি সত্যি? সত্যি কি মিথ্যে সেটা থাক। কয়েকদিন আগে যে খবরটা এসেছে তা সত্যিই চাঞ্চল্যকর এক তথ্য। অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগস্পিনারের মৃত্যু নিয়ে যে বিস্ফোরক মন্তব্য এক পুলিশ কর্মকর্তা করেছেন সেটাই এখন ভাববার বিষয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে বর্ণনা দিয়েছেন তিন বছর আগে ওয়ার্নের মৃত্যুর সময়ের ঘটনা। থাইল্যান্ডের কো-সামুই দ্বীপের যে ঘরে অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেষ নিশ্বাস ত্যাগ(Shane Warne Death) করেছিলেন, সেই ঘরে একটি বোতল পাওয়া গিয়েছিল বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। ডেইলি মেইলে পুলিশ কর্মকর্তা বলেছেন,‘আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল বোতলটা সরিয়ে দেওয়ার। নির্দেশ দিয়েছিলেন সিনিয়ররা পুলিশ অফিসাররা। ওপর মহল থেকে এসেছিল এই নির্দেশ। অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষও বোধ হয় চায়নি তাদের কিংবদন্তির শেষ জীবনে কলঙ্কের দাগ লাগুক। তাই শেষ পর্যন্ত ঘুরিয়ে বলা হয় ওয়ার্ন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

টেস্ট ক্রিকেটকে দুটি স্তরে বিভক্ত করার চেষ্টা করছে ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া , এটা ক্রিকেটের জন্য ক্ষতিকারক, বলছেন মাইকেল হোল্ডিং

খেলোয়াড়ের মৃত্যুতে নীরবতা পালন প্রকাশ করার পর ক্লাব জানতে পারলো খেলোয়াটি মারা যায়নি!

থাইল্যান্ডে দ্বীপের ওয়ার্নের ঘরটিতে যে বোতলটি পাওয়া গিয়েছিল সেই বোতলে কী ছিল তা স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে জানা গেছে, কামাগ্রা নামের উত্তেজক জিনিষটি অজি কিংবদন্তি লেগস্পিনারের ঘরে পাওয়া বোতলে ছিল। যেটা অনেকটা ভায়াগ্রার মতো কাজ করে। সেই পুলিশ কর্মকর্তার মতে পর্দার আড়ালে অনেক লোক রয়েছেন ওয়ার্নের মৃত্যুর (Shane Warne Death) ঘটনায়। ডেইলি মেইলকে পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘কামাগ্রার কথা কেউ বলেননি। কারণ, এটা তো সংবেদনশীল ব্যাপার ছিল। এর পেছনে অনেক শক্তিশালী অদৃশ্য হাত রয়েছে। আমরা জানি না ওয়ার্ন সেই ওষুধ কী পরিমাণে খেয়েছিলেন। তবে ঘটনাস্থলে রক্ত ও বমি ছিল।’

অস্ট্রেলিয়ার এই কিংবদন্তির মৃত্যু (Shane Warne Death)নিয়ে ডেইলি মেইলকে এই পুলিশ কর্মকর্তা যে বিস্ফোরক তথ্য দিলেন, সেটা চোখ কপালে ওঠার মতো। ভায়াগ্রার মতো উত্তেজক পাওয়ার খবরটা, সেই সঙ্গে বোতল সরিয়ে দেয়ার ব্যাপারটা ওয়ার্নের মৃত্যু নিয়ে রহস্যটা আরও জোরালো হল!

আরও পড়ুন :

আমাজন প্রতিষ্ঠাতা বেজোসের বিয়ে, বিলাসবহুল সব হোটেল বুকড, প্রমোদতরি নিয়ে বিপত্তি

বাসস্ট্যান্ডে, সমুদ্র সৈকতের ধারে ঘুমানো সেই ছেলেটাই আজ বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা !

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: