183 Indian Cricket
শান্তিপ্রিয় রায়চৌধুরী: সেই ১৮৭৭ সালে প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়েছিল। তারপর থেকে আজ কেটে গেল প্রায় দেড়শো বছর। আর এই বিশাল সময়ের ব্যবধানে প্রায় সাড়ে সাত হাজারেরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে। ইতিহাসের পাতায় সৃষ্টি হয়েছে অসংখ্য রেকর্ড। এরমধ্যে কিছু কিছু ঘটনা ছিল রীতিমতো অবাক করার মতো অবিশ্বাস্য মজার (183 Indian Cricket)।
ভারতীয় ক্রিকেট ইতিহাসে ১৮৩ সংখ্যাটি একটি বিশেষ সংখ্যা। সৌরভ গাঙ্গুলি, মাহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি – এই তিন ব্যাটসম্যানেরই ওয়ানডেতে ক্যারিয়ার সর্বোচ্চ স্কোর এটি। আরো মজার ব্যাপার হচ্ছে, যখনই কেউ ১৮৩ রানের (183 Indian Cricket) ইনিংস খেলে ফেলে, তার দিনকয়েকের মাঝেই সে ভারতীয় দলের অধিনায়কে পরিণত হয়ে যায়।
পুদুচেরি এবং টেনকাসিতে চেন্নাই সুপার কিংস ক্রিকেট একাডেমি করবে
এই সূত্র অনুসারে, ১৯৯৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫৯ বলে ঐ ম্যাজিক্যাল স্কোরটি করে সৌরভ গাঙ্গুলি ঠিক তার পরের বছরই ভারতীয় দলের অধিনায়কত্ব পান।
২০০৫ সালে ধোনিও এর ৮ বছর পর ২০১৩ সালে বিরাট কোহলিও পাকিস্তানের বিপক্ষে একইরকমের একটি দুর্দান্ত ইনিংস (183 Indian Cricket) খেলেছিলেন। আর এর পরপরই প্রথমে ধোনি ও পরে কোহলিও অধিনায়কত্বের পদটি পেয়েছিলেন।
আরও পড়ুন :
ক্রিকেটে অদ্ভুত ঘটনা! এক বলে ২৮৬ রান!
পতৌদি ট্রফিকে অবসরে পাঠানোর চিন্তা করছে ইসিবি, হতাশ শর্মিলা ঠাকুর
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS