Breaking News

Ronaldo go home valladolid

অভাবনীয় কান্ড : ৩ কোটি ইউরো’ মাঠে ছুড়ে মেরে সমর্থকদের স্লোগান—রোনালদো বাড়ি যাও

বার্সার কাছে এই হারের আগেই অবশ্য লা লিগা থেকে অবনমন হয়েছে ভায়াদোলিদের।

Ronaldo Go Home Valladolid: A Shocking Protest %%page%% %%sep%% %%sitename%%

ronaldo go home valladolid

ক্লাউড টিভি: ম্যাচের তখন ১২ মিনিট। হঠাৎ করে গ্যালারি থেকে মাঠের দিকে উড়তে শুরু করল ইউরো নোটের বৃষ্টি। দুই দলের খেলোয়াড়েরা অবাক হয়ে মাঠে দাঁড়িয়ে থাকেন। সব নোটই ৫০০ ইউরোর। এভাবে ৬০০০০ নোট গ্যালারি থেকে ছুড়ে দেয়া হয়েছে। মাঠে নোট ছুড়ে মারার সময় সমর্থকেরা স্লোগান দিতে থাকেন—রোনালদো বাড়ি যাও (Ronaldo go home valladolid)!

শনিবার বার্সেলোনার বিপক্ষে ম্যাচে এই কাজ করেছেন ভায়াদোলিদের সমর্থকেরা। রোনালদো এই ক্লাবের সভাপতি ও একাংশের মালিক কিংবদন্তি ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো নাজারিও। তাকেই সমর্থকরা বাড়ি ফিরে যেতে বলেছেন।

সিনেমা প্রযোজনায় নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো

২০২৪ সালে কার আয় বেশি, রোনাল্ডো না মেসি? (Ronaldo or Messi)

৫০০ ইউরোর ৬০০০০ নোট কেন ছুড়ে মেরেছেন সমর্থকেরা? ৫০০ ইউরোর ৬০০০০ নোট মানে ৩ কোটি ইউরো। ভায়াদোলিদের মালিকানা ৩ কোটি ইউরোতে ২০১৮ সালে কিনেছিলেন রোনালদো। সেই পরিমাণ অর্থ তাঁকে ফেরত দিতে চেয়েছে সমর্থকেরা।
রোনালদোর বিরুদ্ধে পুরো প্রতিবাদ-পর্বটিই ছিল প্রতীকী। ৫০০ ইউরোর নোটগুলো আসল ছিল না। সেগুলো ছাপানো হয়েছে রোনালদোর একটি ছবি দিয়ে। এক পাশে লেখা ছিল ‘রোনালদো গো হোম।’

পরে নকল সেই নোট মাঠ থেকে সরাতে হিমশিম খেতে হয়েছে মাঠকর্মীদের। খেলা বন্ধও ছিল কিছুক্ষণ। পরে শুরু হওয়া ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। বার্সার কাছে এই হারের আগেই অবশ্য লা লিগা থেকে অবনমন হয়েছে ভায়াদোলিদের। লিগ শেষ হতে পাঁচ ম্যাচ বাকি থাকতেই দল দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার কারণেই রোনালদোর বিরুদ্ধে এমন প্রতিবাদ করেছেন সমর্থকেরা।

#RonaldoNajario #Realvalladolid #Gohome #Protest #500Euro

আরও পড়ুন :

বিশ্বজয়ের পর এবার এশিয়া ও আফ্রিকা সফরে আর্জেন্টিনা, ফিফা উইন্ডোতে চার ম্যাচ খেলবে স্কালোনির দল

বিজয় মাল্যর শ’ ওয়ালেস জয়: এক ব্যক্তিগত ও কর্পোরেট যুদ্ধের কাহিনি

ad

আরও পড়ুন: