Breaking News

FCGoa AFCChampionsLeague

এফসি গোয়া আল সিবকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু গ্রুপ পর্বে মোহনবাগানের সাথে যোগ দিল

এফসি গোয়া ওমানের আল সিব ক্লাবকে ২-১ গোলে হারিয়ে ২০২৫-২৬ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু গ্রুপ পর্বে জায়গা করে নিল। চার বছর পর আবার এশিয়ায় ফিরল গৌররা, এবার মোহনবাগান সুপার জায়ান্টের সাথে একই মঞ্চে।

FCGoa AFCChampionsLeague: Historic Victory Achieved %%page%% %%sep%% %%sitename%%

FCGoa AFCChampionsLeague

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক: গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে বুধবার এক ঐতিহাসিক জয় তুলে নিল এফসি গোয়া। ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) এই দল ওমানের আল সিব ক্লাবকে ২-১ গোলে হারিয়ে ২০২৫-২৬ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্বে জায়গা নিশ্চিত করেছে। এর ফলে তারা মহাদেশীয় আসরে মোহনবাগান সুপার জায়ান্টের সাথে যোগ দিচ্ছে (FCGoa AFCChampionsLeague)।

২০২৪-২৫ মৌসুমে আইএসএল শিল্ড জেতার সুবাদে এশিয়ান মঞ্চে সরাসরি সুযোগ পেয়েছিল গৌররা। এবার আবার সেই ছন্দ বজায় রেখে চার বছর পর তারা গ্রুপ পর্বে ফিরল—যা করার কৃতিত্ব প্রথম ভারতীয় ক্লাব হিসেবে আগে তাদেরই ছিল।

ক্লাব বিশ্বকাপ গ্রুপ পর্বে আয়: শীর্ষে ম্যানসিটি, বিপুল অঙ্কে চেলসি-রিয়ালও

রোনালদোর আল নাসর বনাম মোহনবাগান? আল নাসর কীভাবে এএফসি চ্যাম্পিয়ন্স লীগ ২-এর জন্য যোগ্যতা অর্জন করতে পারে?

এদিন কোচ মানোলো মার্কেজের তত্ত্বাবধানে মাঠে নেমে দারুণ ছন্দে শুরু করে এফসি গোয়া। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দেজান ড্রাজিক ও জাভিয়ের সিভেরিওর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। যদিও সফরকারী আল সিবের পক্ষে নাসের সুলতান আল-রাওয়াহি একটি গোল শোধ দেন, শেষ পর্যন্ত তা পরাজয় ঠেকাতে পারেনি।

এই জয়ের ফলে এফসি গোয়া আবার এশিয়ার শীর্ষ প্রতিযোগিতায় নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছে। সমর্থকদের মধ্যে ম্যাচ শেষে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দলটির লক্ষ্য এখন গ্রুপ পর্বে শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করে নক-আউট পর্বে পৌঁছনো।

আরও পড়ুন :

বিরল স্নায়ু-পেশি রোগে আক্রান্ত মনিকা সেলেস, জানালেন সচেতনতা বাড়ানোর আহ্বান

সুপার কাপে উয়েফার মানবিক বার্তা: ‘শিশু হত্যা বন্ধ কর, বেসামরিক হত্যা বন্ধ কর’

ad

আরও পড়ুন: