Breaking News

Fifa Ranking

Fifa Ranking : র‍্যাঙ্কিংয়ের শীর্ষ-এ থেকে বছর শেষ করছে আর্জেন্টিনা, ব্রাজিলের অবস্থান কোথায়?

Fifa Ranking : অনেক দিন ধরে ব্যর্থতার মধ্যে কাটানো ব্রাজিল গত মাসে হতাশা কাটিয়ে ওঠার সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু এই মাসে আবার তারা পথ হারিয়ে ফেলেছে।

Fifa Ranking Agrgentina

Fifa Ranking

ক্লাউড টিভি ডেস্ক : বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ২০২৪ সালে শেষবারের মতো র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা (Fifa Ranking)। তালিকার শীর্ষ পাঁচে নেই কোন পরিবর্তন।

Fifa Ranking শীর্ষ পাঁচে আছে —আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং ব্রাজিল। অনেক দিন ধরে ব্যর্থতার মধ্যে কাটানো ব্রাজিল গত মাসে হতাশা কাটিয়ে ওঠার সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু এই মাসে আবার তারা পথ হারিয়ে ফেলেছে। ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্র করা দলটি আছে পাঁচ নম্বরে। তবে পরের পাঁচ স্থানে বেশকিছু পরিবর্তন এসেছে।

এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে পর্তুগাল। সাতে নেদারল্যান্ডস। তবে অবনতি হয়েছে বেলজিয়ামের। দুই ধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছে তারা। নিজেদের স্থান ধরে রেখে নয় নম্বরে আছে ইতালি। আর এক ধাপ এগিয়ে শীর্ষ দশে উঠে এসেছে জার্মানি।

বছরের সবশেষ ফিফা র‍্যাঙ্কিং (Fifa Ranking)-এ প্রথম ১০:
১ আর্জেন্টিনা ( পয়েন্ট ১৮৬৭.২৫)
২ ফ্রান্স( পয়েন্ট ১৮৫৯.৭৮)
৩ স্পেন ( পয়েন্ট ১৮৫৩.২৭)
৪ ইংল্যান্ড ( পয়েন্ট ১৮১৩.৮১)
৫ ব্রাজিল ( পয়েন্ট ১৭৭৫.৮৫)
৬ পর্তুগাল ( পয়েন্ট ১৭৫৬.১২)
৭ নেদারল্যান্ডস ( পয়েন্ট ১৭৪৭.৫৫)
৮ বেলজিয়াম ( পয়েন্ট ১৭৪০.৬২)
৯ ইতালি ( পয়েন্ট ১৭৩১.৫১)
১০ জার্মানি ( পয়েন্ট ১৭০৩.৭৯)

আরও পড়ুন :

Pushpa 2 Screening Stampede : পুষ্প 2-এর প্রিমিয়ারে বিশৃঙ্খলা, মৃত মা, আহত ছেলে

Garh Panchokot : প্রকৃতির আশ্চর্য সৌন্দর্যের মাঝে ঐতিহাসিক গড় পঞ্চকোট

জম্মু ও কাশ্মীরে চালু হল উবের শিকারা (UBER SHIKARA) পরিষেবা

x (twitter) – https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: