Breaking News

FIFAWorldCup2026 update

বিশ্বকাপের টিকিট পেয়ে গেল ১৩ টি দেশ, চমক উজবেকিস্তান ও জর্ডন

২০২৬ বিশ্বকাপ হবে ৪৮ দলের অংশগ্রহণে—এটাই হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আসর

FIFAWorldCup2026 Update: Qualified Teams Announced %%page%% %%sep%% %%sitename%%

FIFAWorldCup2026 update

ক্লাউড টিভি | ১১ জুন ২০২৫ : ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনও এক বছর বাকি। তবে এরই মধ্যে ১৩টি দল নিশ্চিত করেছে পরবর্তী বিশ্বকাপে (FIFAWorldCup2026 update) নিজেদের জায়গা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন স্বাগতিক দেশ আগেই কোয়ালিফাই করেছিল। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইকুয়েডর, নিউজিল্যান্ড, উজবেকিস্তান ও জর্ডান।

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরটি ২০২৬ সালের ১১ জুন থেকে অনুষ্ঠিত হবে। এটি হবে ২৩তম বিশ্বকাপ এবং প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত হবে, যেখানে ম্যাচগুলো ছড়িয়ে পড়বে উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে।

চলতি বছরের মার্চে জাপান এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে। বাহরিনকে ২-০ গোলে হারিয়ে তারা টিকিট পায়। পরে ইরান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াও নিশ্চিত করে নিজেদের স্থান। তবে সবচেয়ে বড় চমক দেয় উজবেকিস্তান ও জর্ডান

উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ৬ জুন সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে গোলশূন্য ড্র করে তারা ইতিহাস গড়ে। ওই দিনই ওমানকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে জর্ডন। ফলে প্রথমবারের মতো তারা ফুটবল বিশ্বকাপে অংশ নিচ্ছে।

ওশেনিয়া অঞ্চলের একমাত্র প্রতিনিধি হিসেবে নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপে খেলবে, যা তাদের ধারাবাহিক সাফল্যেরই ফল।

চিলিকে হারিয়ে শীর্ষস্থানে থেকেই বিশ্বকাপে আর্জেন্টিনা, আমেরিকান মাটিতে ‘ট্যাঙ্গো’র প্রস্তুতি চূড়ান্ত

আর্জেন্টিনা দলে মেসি, আছেন ইউরোপে সাড়া ফেলা ‘মাস্তান’ও

দক্ষিণ আমেরিকা থেকে এবারো প্রত্যাশা অনুযায়ী আর্জেন্টিনা ও ব্রাজিল নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে প্রবেশ করে। অন্যদিকে, প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে ব্রাজিল। এই নিয়ে টানা ২৩ বার বিশ্বকাপে অংশ নিচ্ছে সেলেসাওরা—যা এককভাবে একটি বিশ্বরেকর্ড।

ব্রাজিলের পাশাপাশি দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে কোয়ালিফাই করেছে ইকুয়েডর। পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করেও গোল ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপে জায়গা পায় তারা।

দক্ষিণ আমেরিকা থেকে এখন পর্যন্ত তিনটি দেশ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। আরও তিনটি দেশ সরাসরি সুযোগ পাবে এবং সপ্তম স্থানধারী দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ।

 যারা ইতিমধ্যেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে (১১ জুন ২০২৫ পর্যন্ত):

  1. যুক্তরাষ্ট্র (স্বাগতিক)

  2. কানাডা (স্বাগতিক)

  3. মেক্সিকো (স্বাগতিক)

  4. আর্জেন্টিনা

  5. ব্রাজিল

  6. ইকুয়েডর

  7. জাপান

  8. ইরান

  9. দক্ষিণ কোরিয়া

  10. অস্ট্রেলিয়া

  11. উজবেকিস্তান

  12. জর্ডন

  13. নিউজিল্যান্ড

আরও পড়ুন :

ধোনিকে পকেটমার বললেন রবি শাস্ত্রী!

ভিনির গোলে আনচেলত্তির ব্রাজিল নিশ্চিত করল ২০২৬ বিশ্বকাপ

ad

আরও পড়ুন: