Argentina FootballNews
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট ইতোমধ্যেই নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে সামনের দুটি ম্যাচ আলবিসেলেস্তেদের জন্য এখনও সমান গুরুত্বপূর্ণ। আগামী ৬ ও ১০ জুন যথাক্রমে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা (Argentina FootballNews)। দুটি ম্যাচই কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের অন্তর্গত।
৬ জুন বুয়েনস আইরেসের এস্তাদিও মাস মনুমেন্টালে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ভারতীয় সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।
বাছাইপর্বে চিলির পারফরম্যান্স বেশ হতাশাজনক। শেষ চার ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে দলটি। স্কোয়াডে যেমন অভিজ্ঞতার ঘাটতি, তেমনি প্রতিভাবান তরুণদের অভাবও রয়েছে। ফলে বিশ্বকাপে কোয়ালিফাই করার সম্ভাবনাও অনেকটাই ক্ষীণ।
আর্জেন্টিনা এদিকে দুর্দান্ত ফর্মে রয়েছে। শেষ ম্যাচে তারা শক্তিশালী ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে। রক্ষণভাগে দৃঢ়তা এবং আক্রমণভাগে লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের ধারালো উপস্থিতি আর্জেন্টিনাকে পরিষ্কার ফেভারিট বানিয়েছে।
প্রেডিকশন: আর্জেন্টিনা ২-০ চিলি
১০ জুন বারানকুইলার এস্তাদিও মেট্রোপলিতানোতে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি ভারতীয় সময় সকাল ৭টায় শুরু হবে।
এই দুই দলের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। বিশেষ করে ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে অতিরিক্ত সময়ে ১-০ গোলে জয়ের স্মৃতি এখনও তরতাজা আর্জেন্টাইন ভক্তদের মনে।
কলম্বিয়ার স্কোয়াডে রয়েছে জেমস রদ্রিগেজ ও লুইস দিয়াজের মতো অভিজ্ঞ তারকা, যারা যেকোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। তবে সাম্প্রতিক সময়ে দলের সামগ্রিক পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। বাছাইপর্বে ৬ষ্ঠ অবস্থানে থাকা দলটির জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ।
আর্জেন্টিনা যদিও বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে, কিন্তু ম্যাচটি তাদের জন্য স্কোয়াডের গভীরতা যাচাই ও ফর্ম ধরে রাখার মঞ্চ হিসেবেই কাজ করবে।
প্রেডিকশন: আর্জেন্টিনা ২-১ কলম্বিয়া
আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে ১৪ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। এটি কনমেবল অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। ফলে তারা প্রথম দল হিসেবে বিশ্বকাপে কোয়ালিফাই নিশ্চিত করেছে।
কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচগুলোকে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেই দেখছেন। তার মতে, এখন লক্ষ্য হচ্ছে মূল দলের ফর্ম ধরে রাখা ও বিকল্প খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণ করা।
এদিকে দলের প্রাণভোমরা লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া’র অভিজ্ঞতা ও নেতৃত্ব এই দুই ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন :
ডি.কে. শিবকুমারের অভিযোগ: উপকূল কর্ণাটকে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াচ্ছে বিজেপি
“আকবরের সঙ্গে জোধার বিয়েই হয়নি, ইতিহাসে মিথ্যে লেখা আছে”— বিস্ফোরক মন্তব্য রাজস্থানের রাজ্যপালের