ArgentinaTour2025
শান্তিপ্রিয় রায়চৌধুরী: বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল এবার মাঠে নামছে ভিন্ন এক মিশনে। ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেই লিওনেল স্কালোনির শিষ্যরা মনোযোগ দিচ্ছেন প্রস্তুতিতে। আর সেই প্রস্তুতির অংশ হিসেবেই এ বছর অক্টোবর ও নভেম্বরে এশিয়া ও আফ্রিকা সফরে (ArgentinaTour2025) আসছে মেসির আর্জেন্টিনা।
আর্জেন্টিনার শীর্ষ ক্রীড়া দৈনিক ‘ওলে’ গতকাল (বৃহস্পতিবার) এক প্রতিবেদনে জানিয়েছে, এই সফরে চারটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এতে এশিয়ান ফুটবলের সঙ্গে আর্জেন্টিনার নতুন সংযোগ তৈরি হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা।
আগামী জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে আর্জেন্টিনা (ArgentinaTour2025) খেলবে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ—যেখানে প্রতিপক্ষ থাকবে চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলা এবং ইকুয়েডর। এরপর অক্টোবর-নভেম্বরে কোনো আনুষ্ঠানিক ম্যাচ না থাকায় ফিফা আন্তর্জাতিক উইন্ডো কাজে লাগিয়ে দলটি দুটি মহাদেশে সফর করবে।
অক্টোবরের প্রথম সপ্তাহেই চীন সফরে যাবে আর্জেন্টিনা। এই সফরে দুইটি প্রীতি ম্যাচ খেলবে তারা। তবে এখনো প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। তবে চীনের বড় দুই শহর—বেইজিং ও সাংহাইয়ে ম্যাচ দুটি আয়োজনের চেষ্টা চলছে। চীনে আর্জেন্টিনার বিপুল সমর্থক রয়েছে, বিশেষ করে লিওনেল মেসিকে নিয়ে উন্মাদনা সেখানে ব্যাপক।
নভেম্বরে আফ্রিকার দিকে পা বাড়াবে বিশ্বচ্যাম্পিয়নরা (ArgentinaTour2025) । এবার গন্তব্য মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবে অংশ নিতে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলবে স্বাগতিক অ্যাঙ্গোলার বিপক্ষে। এই ম্যাচটির জন্য অ্যাঙ্গোলার ক্রীড়া মন্ত্রণালয় ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে।
নভেম্বরেই আর্জেন্টিনার আরেকটি গন্তব্য কাতার। ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের জন্য যেন এটা ফিরে দেখা সেই সোনালি মুহূর্ত। তবে এই ম্যাচের প্রতিপক্ষও এখনও নির্ধারিত হয়নি। কাতারের রাজধানী দোহায় আয়োজিত হতে পারে এই ম্যাচ।
বিশ্বজয়ের পর বিশ্বব্যাপী আর্জেন্টিনার জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে লিওনেল মেসির নেতৃত্বে ৩৬ বছরের বিশ্বকাপ খরা কাটিয়ে আর্জেন্টিনা যে আবেগ ছড়িয়েছে, তা এখনো ছড়িয়ে আছে কোটি ভক্তের মনে। সেই আবেগকে আরও বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতে এবার এই সফরকে গুরুত্ব দিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)।
Fifa Ranking : র্যাঙ্কিংয়ের শীর্ষ-এ থেকে বছর শেষ করছে আর্জেন্টিনা, ব্রাজিলের অবস্থান কোথায়?
ফিফা র্যাংকিংয়ের সেরা দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ না থাকলেও এই সফরকে তারা বিশ্বকাপ প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে। নতুন প্রজন্মের খেলোয়াড়দের মাঠে ঝালিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে ব্র্যান্ডিংয়ের সুযোগও কাজে লাগাতে চাইছে আর্জেন্টিনা।
বিশ্লেষকরা বলছেন, এই সফর শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি হবে এক ধরনের ‘ফুটবল কূটনীতি’—যেখানে মেসি ও তাঁর দলের উপস্থিতি সেই দেশগুলোতে আর্জেন্টিনার প্রভাব ও সমর্থন আরও বাড়িয়ে তুলবে।
এশিয়া ও আফ্রিকার এই সফরকে ঘিরে এখন থেকেই শুরু হয়েছে উৎসাহ। চীন ও কাতারে টিকিটের চাহিদা আকাশছোঁয়া হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
#ArgentinaTour2025 #MessiInAsia #ArgentinaInAfrica #FIFAWindow #FriendlyMatches #ScalonisArmy #ArgentinaChina #ArgentinaQatar #GlobalFootball #FootballDiplomacy
আরও পড়ুন :
“‘অনেকের ঘুম উড়ে যাবে’: বিরোধী INDIA জোটকে কটাক্ষ মোদির, জবাব দিলেন শশী থারুর”
“বোলিংয়ের ব্র্যাডম্যান”: বুমরাহর পারফরম্যান্সে মুগ্ধ গিলক্রিস্ট