AyrtonCosta
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্টগুলোর একটি ক্লাব বিশ্বকাপ আজ থেকে শুরু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে অংশ নিতে যাচ্ছে লাতিন আমেরিকার শক্তিশালী ক্লাব বোকা জুনিয়র্স। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগেই বড়সড় বিতর্কে জড়িয়েছেন দলটির ডিফেন্ডার আয়ারটন কস্তা (AyrtonCosta)।
২০১৮ সালে আর্জেন্টিনার বেরনাল অঞ্চলে একটি ডাকাতির ঘটনার সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। সেই মামলার জন্য ২০২৩ সালে তিনি আদালতের সঙ্গে সমঝোতায় প্রবেশন (প্রবেশনারি সাজা) গ্রহণ করেছিলেন। যদিও তাতে সাজা কার্যকর হয়নি, তবে মার্কিন অভিবাসন আইন অনুযায়ী এমন অতীত রেকর্ডযুক্ত ব্যক্তিদের ভিসা না দেওয়ার সিদ্ধান্তই প্রথমে নেয় মার্কিন ভিসা কর্তৃপক্ষ।
ক্লাব বিশ্বকাপের মাঠ তৈরীর জন্য ফিফা ১ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে
বিশ্বকাপ জিতে মেসিরা যে অর্থ পেয়েছে, ক্লাব বিশ্বকাপ জয়ীরা তার তিনগুণ পাবে
এই সিদ্ধান্তে চরম অনিশ্চয়তায় পড়ে যায় কস্তার ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ। কারণ মার্কিন ভিসা না পেলে তিনি দলের সঙ্গে যেতেই পারতেন না। এই ঘটনা নিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ও’লে’-তে প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।
বোকা জুনিয়র্স ক্লাব কর্তৃপক্ষ তৎপর হয় এবং মার্কিন দূতাবাসের সঙ্গে একাধিক দফা আলোচনায় বসে। কিন্তু দূতাবাস শুরুতে জানিয়ে দেয়—এটি ব্যক্তিগত ভিসা ইস্যু, তারা কনস্যুলেট স্তরের বাইরে কিছু করতে পারবে না। তবে বোকা জুনিয়র্সের ক্রমাগত চাপ ও আইনি যুক্তির জেরে অবশেষে আয়ারটন কস্তার জন্য ২৬ দিনের বিশেষ ভিসা মঞ্জুর করা হয়েছে।
আজ ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে,
“আমাদের খেলোয়াড় আয়ারটন কস্তা অবশেষে মার্কিন ভিসা পেয়েছেন এবং তিনি দলীয় সফরে অংশ নেবেন। তিনি ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের জন্য তৈরি।”
এই ঘোষণার পর বোকা জুনিয়র্সের কোচিং স্টাফ ও সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরেছে। কারণ কস্তা হচ্ছেন দলটির রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।
তবে বিতর্কের রেশ এখনও কাটেনি। অনেক ফুটবল বিশ্লেষক মনে করছেন, এমন অতীত রেকর্ড থাকা খেলোয়াড়ের অংশগ্রহণ টুর্নামেন্টের ভাবমূর্তিতে প্রশ্ন তুলতে পারে। অন্যদিকে, অনেকেই বলছেন—যেহেতু আদালত তাঁকে কোনো স্থায়ী শাস্তি দেয়নি, তাই ফুটবল মাঠে তার অধিকার অক্ষুণ্ণ থাকা উচিত।
ক্লাব বিশ্বকাপের এই নতুন সংস্করণে প্রথম ম্যাচেই বোকা জুনিয়র্সের লড়াই এক কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে। আয়ারটন কস্তার খেলা তাই শুধুই একটি ম্যাচ নয়, বরং তাঁর পুনরুদ্ধারের গল্প হিসেবেও দেখা হচ্ছে।
আরও পড়ুন :
বিশ্বকাপজয়ী মেসির সামনে নতুন চ্যালেঞ্জ: ক্লাব বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ইন্টার মায়ামি
৪টি ফ্রি টিকিট দিয়েও মেসিদের ম্যাচে দর্শক টানতে পারছে না ফিফা!