Breaking News

BallonDor2025

আগামী ২২ সেপ্টেম্বর জানা যাবে ব্যালন ডি’অর বিজয়ীর নাম

চলতি বছরের ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা জানতে অপেক্ষা আর মাত্র ক'দিনের। ব্যক্তিগত পারফরম্যান্সে দেম্বেলে এগিয়ে থাকলেও ভিতিনিয়া ও সালাহও রয়েছেন দৌঁড়ে। ২২ সেপ্টেম্বর প্যারিসে ফ্রান্স ফুটবলের আয়োজনে জানা যাবে চূড়ান্ত নাম।

BallonDor2025 Predictions and Analysis %%page%% %%sep%% %%sitename%%

BallonDor2025

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : একটা দীর্ঘ ও জমজমাট মৌসুম শেষে আবারও ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিগত পুরস্কার—ব্যালন ডি’অর (BallonDor2025) কার হাতে উঠবে, তা জানার দিনক্ষণ নির্ধারিত। আগামী ২২ সেপ্টেম্বর প্রকাশিত হবে ফলাফল। ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে সম্ভাব্য বিজয়ীরা।

মূল্যায়নের পদ্ধতি

ফ্রান্স ফুটবল’-এর আয়োজনে এই পুরস্কারের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়—

  1. ব্যক্তিগত নৈপুণ্য

  2. দলীয় অর্জন

  3. ফেয়ার প্লে ও খেলোয়াড়সুলভ আচরণ

প্রথমে ঘোষিত হয় ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা। এরপর ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে ফুটবল সাংবাদিক ১০ জন খেলোয়াড়কে পয়েন্ট দিয়ে র‍্যাংক করেন। সর্বোচ্চ পয়েন্ট-ভিত্তিক তালিকাতেই নির্বাচিত হন বিজয়ী।

৩০০ গোলে সবচেয়ে দ্রুত আরলিং হল্যান্ড, পেছনে ফেললেন এমবাপ্পে-মেসি-রোনালদোকে

মেসির যে ৫ রেকর্ড ‘হয়তো’ ভাঙতে পারবেন না এমবাপে-ইয়ামালরাও


সম্ভাব্য বিজয়ীর তালিকায় কারা আছেন?


উসমান দেম্বেলে (ফ্রান্স)

সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ গোল ও ১৪ অ্যাসিস্ট
জিতেছেন ৪টি ট্রফি, তার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ।
অন্য ট্রফিতে দলকে তুলেছেন ফাইনালে
দলীয় ও ব্যক্তিগত অর্জনের বিচারে এগিয়ে আছেন সবার চেয়ে।

ভিতিনিয়া (পর্তুগাল)

দেম্বেলের সতীর্থ হলেও সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে।
নেশন্স লিগের শিরোপা এবং পিএসজির হয়ে একাধিক ট্রফি।
শেষদিকে পারফরম্যান্সে এনে দিয়েছেন চমক।

মোহাম্মদ সালাহ (মিশর)

২৯ গোল, ১৮ অ্যাসিস্ট, অর্থাৎ মোট ৪৭ গোল অবদান!
ভেঙেছেন ৩০ বছরের লিগ রেকর্ড
ইপিএলের গোল্ডেন বুট ও প্লে মেকারের স্বীকৃতি অর্জন।

রাফিনিয়া (ব্রাজিল)

৩৪ গোল ও ২২ অ্যাসিস্ট, কিন্তু দলগত সাফল্যে ঘাটতি।
চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতা ও ক্লাব বিশ্বকাপে অনুপস্থিত বার্সা।
ফর্ম থাকলেও পুরস্কারের রাস্তায় কিছুটা পিছিয়ে।

লামিনে ইয়ামাল (স্পেন)

মাত্র ১৮ বছর বয়সী তরুণ তারকা।
বার্সার মৌসুমে বড় অবদান তার।
অ্যাসিস্টের দিক দিয়ে এগিয়ে রয়েছেন অনেকের চেয়ে।
এবার না পেলেও ভবিষ্যতের ব্যালন ডি’অর দাবিদার


ব্যালন ডি’অর বিজয়ীর দিনক্ষণ

২২ সেপ্টেম্বর ২০২৫
প্যারিস, ফ্রান্স

আরও পড়ুন :

সাপ নিয়ে ধর্মীয় অনুষ্ঠানে শত শত ভক্ত! বিহারে নাগ পঞ্চমী ঘিরে অনন্য উৎসবের চিত্র ভাইরাল

জাপানে ভাড়ায় পাওয়া যাচ্ছে ঠাকুমা – দিদা ! একাকীত্ব কাটাতে অভিনব উদ্যোগ ‘ওকে গ্র্যান্ডমা’

ad

আরও পড়ুন: