Breaking News

বার্সেলোনা নির্বাচন মেসি

বার্সেলোনা ক্লাব নির্বাচনে নামতে পারেন মেসি, বিপাকে বর্তমান সভাপতি লাপোর্তা

বার্সেলোনার আগামী নির্বাচনে নতুন মোড়। কিংবদন্তি লিওনেল মেসি ভোটের লড়াইয়ে নামতে পারেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম।

বার্সেলোনা নির্বাচন: মেসির সম্পৃক্ততায় বিপাকে লাপোর্তা

বার্সেলোনা নির্বাচন মেসি

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি। বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়। মাঠে তার অর্জনের তালিকা অসীম। তবে এবার শোনা যাচ্ছে, মাঠের বাইরে আরেকটি নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, বার্সেলোনা ক্লাবের আগামী নির্বাচনে মেসি সরাসরি বা পরোক্ষভাবে সম্পৃক্ত হতে পারেন।

মেসির ক্যারিয়ারের সিংহভাগ সময় কেটেছে বার্সেলোনায়। ১৭ বছর ধরে তিনি এই ক্লাবের হয়ে খেলেছেন এবং অসংখ্য সাফল্য এনে দিয়েছেন। তাই তার নাম এখনো বার্সার ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। সেই ক্লাবেই আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। আর এই নির্বাচন ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনার ঝড়।

বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তা আবারও প্রার্থী হতে যাচ্ছেন। তিনি এর আগেও একাধিকবার সভাপতি নির্বাচিত হয়েছেন। এবার তিনি চতুর্থ মেয়াদের জন্য লড়াই করতে চাইছেন। তবে তার পথ মোটেও সহজ নয়। কারণ ক্লাবের প্রাক্তন তারকা মেসির সঙ্গে তার সম্পর্ক অনেকদিন ধরেই খারাপ।

২০২১ সালের নির্বাচনে জয়ী হয়ে লাপোর্তা প্রতিশ্রুতি দিয়েছিলেন মেসিকে ক্লাবে রাখার। কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি রাখতে পারেননি। আর্থিক সংকটের অজুহাতে মেসির সঙ্গে নতুন চুক্তি করা হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মেসি যোগ দেন প্যারিস সেইন্ট জার্মেইঁতে। এই সিদ্ধান্তকে মেসি ও তার পরিবার ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখেছিলেন। এরপর থেকেই লাপোর্তা ও মেসির সম্পর্ক ঠাণ্ডা হয়ে গেছে।

শেষমেশ নিষেধাজ্ঞার কবলে লিওনেল মেসি ও জর্দি আলবা — অলস্টার ম্যাচে না খেলায় শাস্তি এমএলএসের

ভবিষ্যতে টেলর ভাঙতে পারেন মেসির ৪০ মিনিটে এক কোটির রেকর্ড, কিভাবে !

স্প্যানিশ গণমাধ্যম এসইআর জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে বার্সেলোনা থেকে মেসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে সেটি লাপোর্তার পক্ষ থেকে নয়। ফলে মেসি যদি অন্য কোনো প্রার্থীকে সমর্থন দেন, তবে নির্বাচনের ফলাফলে ব্যাপক প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মেসি বার্সার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নাম। সমর্থকরা এখনো তাকে ক্লাবের প্রতীক হিসেবে মানেন। তাই তিনি যদি লাপোর্তার বিরোধী শিবিরে দাঁড়ান, তবে লাপোর্তার জয় অনেক কঠিন হয়ে যাবে।

অন্যদিকে, বার্সার ইতিহাসে গুরুত্বপূর্ণ আরেকটি নাম ভিক্টর ফন্ট এবং জোয়ান কামপ্রুবি আসন্ন নির্বাচনে প্রার্থী হতে পারেন। তারা লাপোর্তার বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন। যদিও লাপোর্তার নেতৃত্বে বার্সেলোনা সাম্প্রতিক সময়ে ডাবল জিতেছে, তবে তার জনপ্রিয়তা আগের মতো নেই।

প্রশ্ন হলো, মেসি সরাসরি প্রার্থী হবেন কি না, নাকি কেবল সমর্থন দেবেন। এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। তবে স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, তিনি সরাসরি প্রার্থী হওয়ার চেয়ে অন্য প্রার্থীকে সমর্থন করার দিকেই ঝুঁকতে পারেন।

সবকিছু মিলিয়ে, বার্সেলোনা ক্লাবের আগামী নির্বাচন নিয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। লাপোর্তা চাইলেও সহজে জয় নিশ্চিত করতে পারবেন না। কারণ মেসির সিদ্ধান্ত এই নির্বাচনের ফলাফল অনেকাংশে প্রভাবিত করবে। এখন ফুটবল বিশ্ব তাকিয়ে আছে—মেসি কি ভোটের লড়াইয়ে নামবেন, নাকি দূরে থাকবেন।

আরও পড়ুন :

দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিলসহ ৬ দল, প্লে-অফে বলিভিয়া

নেপালে হিংসার জেরে গোটা দেশজুড়ে কার্ফু, শান্তির আর্জি জানালেন প্রধানমন্ত্রী মোদী

ad

আরও পড়ুন: