Breaking News

Brazil Coach Hunt

আগামী সপ্তাহে ব্রাজিল কোচ নির্বাচন, দৌড়ে এগিয়ে কে

সিবিএফের লক্ষ্য, ২৬ মে জাতীয় দলের স্কোয়াড ঘোষণার আগে একজন স্থায়ী কোচ (Brazil Coach Hunt)  নিশ্চিত করা

Brazil Coach Hunt: The Search for a Leader %%page%% %%sep%% %%sitename%%

Brazil Coach Hunt

শান্তিপ্রিয় রায়চৌধুরী: পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের নতুন কোচ (Brazil Coach Hunt) এই সপ্তাহে নির্বাচন হতে পারে। সিবিএফ-এর জাতীয় দল পরিচালনা বিভাগের পরিচালক রদ্রিগো কায়েতানো ব্রাজিলিয়ান স্পোর্টস চ্যানেল স্পোরটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ব্রাজিল জাতীয় দলের কোচ নির্বাচন জাতীয় স্বার্থে একটি গুরুতর ও সম্মানজনক দায়িত্ব। আমরা আগামী সপ্তাহের মধ্যেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে চাই।’

ব্রাজিলের কোচ (Brazil Coach Hunt) হওয়ার দৌড়ে এখন দুটি নাম সবচেয়ে জোরেশোরে উচ্চারিত হচ্ছে। এর মধ্যে প্রথম নামটি বর্তমান রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির। দীর্ঘদিন ধরেই তাকে হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা করছে সিবিএফ। তবে এতদিন নানা কারণে তা সম্ভব হয়নি।

IPL 2025 : রোহিতদের ‘কোচ’ হলেন বলিউড অভিনেতা!

বই পড়ে ও টিভি,রেডিও মেরামত করে কারাগারে দিন কাটাচ্ছেন রবিনহো

তবে এবার ইউরোপ এবং ব্রাজিলের গণমাধ্যম জানাচ্ছে, সিবিএফের সঙ্গে আলোচনা ভালোই এগিয়েছে আনচেলত্তির। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের খবর, আগামী ১১ মে লা লিগায় এল ক্লাসিকোর পরেই চলে আসতে পারে আনচেলত্তির রিয়াল ছাড়ার ঘোষণা। তারপর সিবিএফের সঙ্গে তার চুক্তির কাজ সম্পন্ন হবে।

তবে শেষ মুহূর্তে যদি কোনো কারণে আনচেলত্তি এবারও ব্রাজিলের দায়িত্ব নিতে না পারেন, সেক্ষেত্রে বিকল্পও ভেবে রেখেছে সিবিএফ। সৌদি প্রো লিগ ক্লাব আল হিলালের প্রাক্তন কোচ (Brazil Coach Hunt)  হোর্হে জেসুসের নামও রয়েছে ব্রাজিলের কোচের তালিকায়।

২০১৯ সালে ফ্লামেঙ্গোকে কোপা লিবার্তাদোরেস জেতানো এই পর্তুগিজ কোচকে ব্রাজিলে বেশ সম্মানের সঙ্গে দেখা হয়। তাই তাকেও একটি সম্ভাব্য ‘প্ল্যান বি’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সিবিএফের লক্ষ্য, ২৬ মে জাতীয় দলের স্কোয়াড ঘোষণার আগে একজন স্থায়ী কোচ (Brazil Coach Hunt)  নিশ্চিত করা। কারণ জুনে বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ব্রাজিলের।

কারন, লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের অবস্থান খুব খারাপ জায়গায়। এখন চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার সঙ্গে তাদের ব্যবধান ১০ পয়েন্টের। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের নিয়ম অনুযায়ী, শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে।

#BrazilCoachHunt#AncelottiToBrazil#CBFUpdates#Selecao2026#WorldCupQualifiers#JorgeJesus#BrazilFootball#AncelottiExit#FlamengoLegend#RoadToWorldCup

আরও পড়ুন :

দুই বিশ্বযুদ্ধ স্মরণে জাতীয় ছুটি ঘোষণা করলেন ট্রাম্প

গাজার শিশুদের জন্য ভ্রাম্যমাণ ক্লিনিক হচ্ছে পোপের গাড়ি

ad

আরও পড়ুন: