ClubWorldCupDrama ChelseaFC
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ফুটবলে ৯০ মিনিটের খেলা কখনও কখনও অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ায়—তবে সেটা পাঁচ ঘণ্টা পর্যন্ত গড়ানো? এমন ঘটনাই (ClubWorldCupDrama ChelseaFC) ঘটেছে ফিফা ক্লাব বিশ্বকাপে। শনিবার যুক্তরাষ্ট্রের শার্লটে অনুষ্ঠিত চেলসি বনাম বেনফিকা ম্যাচে বজ্রপাত ও ঝড়ের কারণে খেলা একাধিকবার বন্ধ হয়ে যায়। খেলার শুরু থেকে শেষ বাঁশি পর্যন্ত সময় লাগে প্রায় ৪ ঘণ্টা ৩৯ মিনিট।
চেলসি শেষ পর্যন্ত ৪-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠলেও, ম্যাচের আয়োজক ও পরিবেশ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ক্লাবটির কোচ এনজো মারেস্কা। ম্যাচ শেষে তিনি বলেন,
“আমি মনে করি, এটা ফুটবল নয়। এটা আসলে একটা তামাশা! সাতটা ম্যাচ যদি আবহাওয়ার কারণে স্থগিত হয়, তাহলে এই জায়গাটা ক্লাব বিশ্বকাপের জন্য উপযুক্ত নয়।”
ম্যাচের স্বাভাবিক সময় শুরু হয়েছিল যথাসময়ে। প্রথমার্ধেই দুই দল আক্রমণ–প্রতি আক্রমণে খেললেও গোল আসেনি। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে রিস জেমসের দুর্দান্ত শটে চেলসি এগিয়ে যায় ১-০ গোলে। এরপর ম্যাচের ৮৬ মিনিটে ঝড় ও বজ্রপাতের সতর্কতায় রেফারি খেলা স্থগিত করেন।
ক্লাব বিশ্বকাপ গ্রুপ পর্বে আয়: শীর্ষে ম্যানসিটি, বিপুল অঙ্কে চেলসি-রিয়ালও
ব্র্যাডম্যান-লারাদের ক্লাবে ঢোকার মুখে ঋষভ পান্ত! লিডসে জোড়া সেঞ্চুরির পর নজরে ইতিহাস
খেলা বন্ধ থাকে প্রায় ২ ঘণ্টা। এরপর যখন খেলা পুনরায় শুরু হয়, তখন ক্লান্তি ও উত্তেজনার সঙ্গে জুড়েছে উদ্বেগ। ৯২ মিনিটে বেনফিকা ১০ জনের দলে পরিণত হয়, কিন্তু ৯৫ মিনিটে আনহেল দি মারিয়া পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান।
ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়, আর তখন শুরু হয় চেলসির দাপট। ১১০ মিনিট, 115 মিনিট, এবং 118 মিনিটে একে একে গোল করে চেলসি নিশ্চিত করে বড় জয়। স্কোরলাইন দাঁড়ায় ৪-১।
ম্যাচ শেষে ক্ষুব্ধ এনজো মারেস্কা বলেন,
“আমি বুঝি, নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু যদি বারবার একই কারণে খেলা স্থগিত হয়, তাহলে প্রশ্ন উঠবেই। এটি একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা—সেভাবেই মান বজায় রাখতে হবে।”
ফিফার পক্ষ থেকে এখনো কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি কেন এত ম্যাচে আবহাওয়া বাধা হয়ে দাঁড়াচ্ছে। জানা গেছে, এবারের ক্লাব বিশ্বকাপে ইতিমধ্যে ৬টি ম্যাচ আবহাওয়ার কারণে স্থগিত বা বিলম্বিত হয়েছে।
চেলসির কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ব্রাজিলের পালমেইরাস। তারা আরও একটি নাটকীয় ম্যাচে বোতাফোগোকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে।
চেলসি বনাম পালমেইরাস ম্যাচটি ঘিরে ইতিমধ্যে উত্তেজনা তৈরি হয়েছে, কারণ দুটি ক্লাবই গত এক দশকে ক্লাব পর্যায়ে আন্তর্জাতিক মঞ্চে ভালো করেছে। তবে ফিফাকে এই পরিস্থিতি দ্রুত ঠিক করতে হবে—বিশেষত আবহাওয়াজনিত বিঘ্নের বিষয়ে।
এই প্রশ্নটা আরও বড় পরিসরে সামনে এসেছে—যুক্তরাষ্ট্র ক্লাব বিশ্বকাপের আয়োজনের জন্য আদৌ প্রস্তুত কিনা?
২০২৬ সালের ফিফা বিশ্বকাপও আংশিকভাবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা। অথচ আবহাওয়া পূর্বাভাসে কার্যকর পরিকল্পনা না থাকলে এমন বড় মঞ্চে বিপর্যয় ঘটতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন,
মাঠে ড্রেনেজ ব্যবস্থা দুর্বল,
বজ্রপাত সতর্কতায় দেরি,
খেলার সময়সূচি ঠিকমতো মানা হচ্ছে না।
সব মিলিয়ে ক্লাব বিশ্বকাপের মান নিয়ে প্রশ্ন উঠছে, আর তা তুলে ধরেছেন চেলসির কোচ নিজেই।
আরও পড়ুন :
বুশ-কেনেডি-ক্লিনটনের পর এবার ট্রাম্প বংশের রাজত্ব?
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে সন্দেহে তেহরান, সৌদিকে জানানো হল প্রস্তুতির বার্তা