Cristiano Ronaldo
ক্লাউড টিভি ডেস্ক : মাঠের ভেতরেতো সাম্রাজ্য বিস্তার করেছেনই এবার মাঠের বাইরেও নিজের সাম্রাজ্য বিস্তার করতে চলেছেন রোনালদো (Cristiano Ronaldo) । তিনি ছুটছেন অ্যারাবিয়ান হর্সের গতিতে। যেখানেই হাত দিচ্ছেন এখানে সোনা ফলাচ্ছেন। ব্যবসায় সাফল্য তো আছেই। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার দোর্দণ্ড প্রতাপ। রোনালদোর ইউটিউব চ্যানেল ইউআর ক্রিস্টিয়ানোর মাধ্যমে ভিডিও নির্মাণেও মুনশিয়ানার প্রমাণ রেখেছেন। এবার রোনালদো নতুন চ্যালেঞ্জ নিতে আসছেন ‘অ্যাকশন সিনেমা’র জগতে।
না, অ্যাকশন হিরো হিসেবে ক্যারিয়ার শুরু করছেন না ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের প্রাক্তন তারকা। ৪০ বছর বয়সী রোনালদো (Cristiano Ronaldo) জুটি বাঁধতে চলেছেন চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে।
আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, এবার কোথায় যাচ্ছেন রোনাল্ডো?
এই নির্মাতা লক, স্টক অ্যান্ড টু স্মোকিং ব্যারেল, এক্সমেন ফার্স্ট ক্লাব এবং কিংসম্যান সিরিজের সিনেমাগুলোর মতো দুর্দান্ত সব অ্যাকশন সিনেমা উপহার দিয়েছেন। তার সঙ্গেই জুট বেঁধে ফিল্ম স্টুডিওর ব্যবসায় নামছেন পর্তুগিজ মহাতারকা।
এ ব্যাপারে রোনালদো বলেছেন, ‘এটা আমার জন্য রোমাঞ্চকর একটা অধ্যায় হতে যাচ্ছে, আমি ব্যবসার জগতে নতুন উদ্যোগ নিতে আসছি।’
রোনালদোর (Cristiano Ronaldo) কথার সঙ্গে ভন যোগ করেন, ‘ক্রিস্টিয়ানো মাঠে গল্প তৈরি করেন যেটা আমি কখনো লিখতে পারিনি এবং আমি তাকে সঙ্গে নিয়ে অনুপ্রেরণামূলক সিনেমা তৈরি করতে চাই–সে সত্যিকারের দুনিয়ার সুপারহিরো।’
রোনালদো এবং ভন যৌথ বিবৃতিতে আরও বলেন, ‘তারা নিজ নিজ খেলার অবিসংবাদিত চ্যাম্পিয়ন, এবার ‘ইউআর-মার্ভ’ চালুর মাধ্যমে খেলার দুনিয়া এবং গল্প বলাকে একত্রে নিয়ে আসছে, এটি একটি স্বাধীন যৌথ উদ্যোগের ফিল্ম স্টুডিও, যা উদ্ভাবনী প্রযুক্তির বিস্তারে কাজ করবে, থাকবে ঐতিহ্যের ছোঁয়া।’
সেই বিবৃতিতে জানানো হয়েছে, রোনালদো (Cristiano Ronaldo) ও ভনের অর্থায়নে এবং প্রযোজনায় দুটি সিনেমা এরই মধ্যে নির্মাণ করা হয়েছে। একই সিরিজের আরও একটি সিনেমার কাজ শুরুর অপেক্ষায় আছে। তবে এই সিনেমাগুলো কবে নাগাদ মুক্তি পাবে তা এখনও জানানো হয়নি। শিগগিরই মুক্তির তারিখ জানানো হবে বলে জানানো হয়েছে সেই বিবৃতিতে।
আরও পড়ুন :
কংগ্রেস বিধায়ক বিনেশ ফোগাটকে স্বীকৃতি দিয়ে নজির গড়ল বিজেপি সরকার
ইউটিউবেই ইরফানের কামব্যাক: আইপিএল থেকে বাদ পড়লেও বাড়ছে রোজগার