Breaking News

ronaldo transfer rumours

আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, এবার কোথায় যাচ্ছেন রোনাল্ডো?

আল নাসরের হয়ে রোনাল্ডোর চুক্তির মেয়াদ এই ২০২৫ শেষ হয়ে যাচ্ছে।

cristiano-ronaldo-makes-manchester-united-transfer-rumour

ronaldo transfer rumours

ক্লাউড টিভি ডেক্স: আল নাসরের হয়ে রোনাল্ডোর চুক্তির মেয়াদ এই ২০২৫ শেষ হয়ে যাচ্ছে।তিন বছর সৌদির এই ক্লাবের হয়ে খেলেছেন পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ronaldo transfer rumours)।

রোনাল্ডো এই তিন বছর নাসরের হয়ে ৮৩ ম্যাচ খেলে করেছেন ৭৪ গোল। করিয়েছেন আরও ১৮টি। এবার কি তাহলে সৌদি পর্বের সমাপ্তি হতে চলেছে রোনাল্ডোর (ronaldo transfer rumours)?

তাহলে কি রোনাল্ডো আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবেন। তবে চুক্তি বাড়ানোর বিষয়ে সৌদি ক্লাবটির পক্ষ থেকে কোনো কিছু শোনা যাচ্ছে না। সুতরাং, ধরে নেয়া যায় চলতি মরসুম ও সৌদিতে থাকছেন তিনি। তবে এই পর্তুগিজ তারকা কি ভাবছেন?

চুক্তির মেয়াদ শেষ হতে চললেও রোনাল্ডো কিন্তু নিজে আল নাসরকে ছাড়তে চাইছেন না। তিনি চান, চুক্তির মেয়াদ বাড়াতে। এর বড় কারণ, তার পরিবার। স্ত্রী জর্জিনা ও সন্তানদের সৌদি আরবে থাকতে ভাল লাগছে। এ কারণে মরুর দেশটি ছাড়তে চাইছেন না এই পর্তুগিজ তারকা।

রোনাল্ডো বলেছেন, ‘আমি এখানে খুব ভালো আছি। আমার পরিবারও ভালো আছে। এই সুন্দর দেশে আমরা নতুন করে জীবন শুরু করেছি। তাই এখানেই থাকতে চাই। আমি এখনো আল নাসরের হয়ে খেলতে চাই। আশা করছি ক্লাব আমার চুক্তি বাড়াবে (ronaldo transfer rumours)।’

আরও পড়ুন :

মেসির লকার উঠছে নিলামে

একটি ভিসায় ইউরোপের ২৯টি দেশ ভ্রমণ করুন

তাছাড়া রোনাল্ডো মনে করছেন, গত তিন বছর তিনি যেভাবে আল নাসরকে সার্ভিস দিয়েছেন তাতে সৌদি ক্লাবটি তার চুক্তি বাড়াতে আগ্রহী হবে।

x (twitter) – https://x.com/cloudTV_NEWS

এরপর রোনাল্ডো বলেছেন , ‘আল হিলাল, আল ইত্তিহাদের মতো শক্তিশালী দলগুলো এখানে আছে। এই দলগুলোর বিরুদ্ধে খেলা কঠিন। কিন্তু আমরা লড়াই করছি,হাল ছাড়ছি না। কয়েকটা ফাইনালে হারতে হয়েছে। আশা করছি ভবিষ্যতে জিতব। আমি পেশাদার ফুটবলার। তাই ক্লাবকে সম্মান করি। ক্লাবের হয়ে নিজের সেরাটা দিই। ভবিষ্যতেও দেব। আল নাসেরকে আরও ট্রফি জেতাব।’

রোনাল্ডোর কথা থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে তিনি সৌদিতেই ক্যারিয়ার শেষ করতে চান। তবে এখন দেখার হঠাৎ করে তার মনের পরিবর্তন আসে কিনা।

২০২৪ সালে কার আয় বেশি, রোনাল্ডো না মেসি? (Ronaldo or Messi)

এসে গেল দলবদল, মেসি–রোনালদো–নেইমাররা এবার যাচ্ছেন কোন ঠিকানায়

ad

আরও পড়ুন: