Breaking News

Eastbengal Signs Hiroshi Ibusuki

সুপার কাপের আগে ইস্টবেঙ্গলে যোগ দিলেন জাপানি ফরোয়ার্ড হিরোশি ইবুসুকি

ডায়ামান্টাকোসের বিকল্প খুঁজে পেল ইস্টবেঙ্গল। সুপার কাপের আগে বিনামূল্যে ট্রান্সফারে যোগ দিলেন জাপানি ফরোয়ার্ড হিরোশি ইবুসুকি।

সুপার কাপের আগে ইস্টবেঙ্গলে জাপানি ফরোয়ার্ড হিরোশি ইবুসুকি

Eastbengal Signs Hiroshi Ibusuki

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : সুপার কাপের আগে বড় শক্তিবৃদ্ধি করল ইস্টবেঙ্গল। গ্রীক স্ট্রাইকার দিমিত্রিওস ডায়ামান্টাকোস দল ছেড়ে যাওয়ার পর, তাঁর বিকল্প হিসেবে জাপানি ফরোয়ার্ড হিরোশি ইবুসুকিকে দলে ভিড়িয়েছে লাল-হলুদ শিবির। বুধবার ক্লাবের তরফে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে।

ইবুসুকিকে ২০২৫-২৬ মরসুম পর্যন্ত বিনামূল্যে ট্রান্সফারে চুক্তিবদ্ধ করেছে ইস্টবেঙ্গল। তিনি এর আগে অস্ট্রেলিয়ার এ-লিগ দল ওয়েস্টার্ন ইউনাইটেড-এর হয়ে খেলছিলেন। তবে গত মৌসুমে ক্লাবটি ভেঙে যাওয়ায় তিনি মুক্ত খেলোয়াড় হয়ে যান।

২০২৯ সাল পর্যন্ত এফসি গোয়া থেকে জয় গুপ্তার সাথে চুক্তিবদ্ধ হলো ইস্টবেঙ্গল

নীতা আম্বানির প্রিয় চায়ের কাপের দাম ৩ লাখ টাকা! জানুন এর পিছনের গল্প

দলে যোগ দিয়ে উচ্ছ্বসিত ইবুসুকি বলেছেন –

“ইস্টবেঙ্গলের রয়েছে অসাধারণ ইতিহাস এবং এক বিশাল ভক্তবৃন্দ। এই আইকনিক দলের অংশ হতে পেরে আমি সম্মানিত। আসন্ন টুর্নামেন্টে দলকে ট্রফি জেতাতে সাহায্য করার অপেক্ষায় আছি।”

তিনি আরও বলেন, বেশ কয়েকজন জাপানি ফুটবলার ইতিমধ্যেই ইস্টবেঙ্গলে খেলে সাফল্য পেয়েছেন। তাই তাঁর লক্ষ্যও তাঁদের পথ অনুসরণ করা।

৩৪ বছর বয়সী ইবুসুকি জাপানের কাশিওয়া রেসোল যুব দল থেকে উঠে এসেছিলেন। ২০০৯ সালে ইউরোপে যাত্রা শুরু করেন স্পেনের গিরোনা এফসি-র হয়ে। পরে খেলেছেন সেভিয়া এফসি, এরপর আবার জাপানে ফিরে এসে আলবিরেক্স নিগাতা, জেইএফ ইউনাইটেড চিবা, শোনান বেলমারে এবং শিমিজু এস-পালসের হয়ে।

ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজন বলেছেন –

“হিরোশি একজন অভিজ্ঞ এবং ক্লাসিক সেন্টার-ফরোয়ার্ড। তাঁর শারীরিক উপস্থিতি, আকাশে লড়াই জেতার ক্ষমতা এবং ক্লিনিক্যাল ফিনিশিং দলকে আরও শক্তিশালী করবে। বিভিন্ন দেশের শীর্ষ ক্লাবে খেলার অভিজ্ঞতা তাঁকে মারাত্মক ফিনিশার বানিয়েছে।”

ইস্টবেঙ্গলের ভক্তরা মনে করছেন, ডায়ামান্টাকোস চলে যাওয়ার পর আক্রমণভাগে যে শূন্যতা তৈরি হয়েছিল, ইবুসুকি তা পূরণ করবেন। সুপার কাপকে সামনে রেখে এই চুক্তিকে তাই বড় চাল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন :

শান্তিনিকেতন ভ্রমণের সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক এসএফআই নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

বামনগোলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ | টাঙ্গন নদীতে জমজমাট প্রতিযোগিতা | Malda Boat Race 2025

ad

আরও পড়ুন: