Breaking News

দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাই ২০২৬

দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিলসহ ৬ দল, প্লে-অফে বলিভিয়া

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই শেষ। আর্জেন্টিনা, ব্রাজিলসহ শীর্ষ ৬ দল সরাসরি বিশ্বকাপে। প্লে-অফের সুযোগ পেল বলিভিয়া।

দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাই: সরাসরি ৬ দল, প্লে-অফে বলিভিয়া

দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাই ২০২৬

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হলো টানটান উত্তেজনার মধ্য দিয়ে। মোট ১০ দেশের মধ্যে শীর্ষ ছয় দল সরাসরি জায়গা করে নিল ২০২৬ বিশ্বকাপে। সপ্তম স্থানে থাকা দলটির সুযোগ থাকবে আন্তমহাদেশীয় প্লে-অফ খেলে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার। দীর্ঘ প্রতিযোগিতার শেষে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর এবং প্যারাগুয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে। আর সপ্তম স্থানে থাকা বলিভিয়া প্লে-অফের টিকিট পেল।

দক্ষিণ আমেরিকার বাছাই সবসময়ই উত্তেজনাপূর্ণ। কারণ এই অঞ্চলের দলগুলো আন্তর্জাতিক ফুটবলে ঐতিহাসিকভাবে শক্তিশালী। প্রতিটি ম্যাচেই থাকে অগ্নিগর্ভ লড়াই, আর এইবারও ব্যতিক্রম হয়নি। আর্জেন্টিনা শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। বর্তমান চ্যাম্পিয়নরা ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখে সহজেই বিশ্বকাপ নিশ্চিত করেছে। অন্যদিকে ব্রাজিল কিছুটা লড়াইয়ের মধ্যে থাকলেও শেষ মুহূর্তে জায়গা পাকা করেছে।

ট্রাম্পের জন্য হুমকি হয়ে উঠতে পারে ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’! সতর্ক করছেন বিশ্লেষকরা

বিশ্বকাপের টিকিট পেয়ে গেল ১৩ টি দেশ, চমক উজবেকিস্তান ও জর্ডন

উরুগুয়ে এবং কলম্বিয়া বরাবরের মতোই শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে। এই দুই দল গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে নিজেদের অবস্থান সুসংহত করে। ইকুয়েডর এবং প্যারাগুয়ে টেবিলের মাঝামাঝি থেকে স্থিতিশীল খেলে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে।

তবে আসল নাটক জমে ওঠে শেষ দিনে। ভারতীয় সময় বুধবার ভোরে একসঙ্গে মাঠে নামে কনমেবল অঞ্চলের সব দল। তবে সবার নজর ছিল বিশেষত ব্রাজিল-বলিভিয়া এবং ভেনেজুয়েলা-কলম্বিয়া ম্যাচে। কারণ সপ্তম স্থান নিয়ে লড়াই করছিল বলিভিয়া ও ভেনেজুয়েলা।

বলিভিয়া নিজেদের ভাগ্যের দরজা খুলে দেয় ব্রাজিলকে হারিয়ে। লা পাজের এল আলতোরে তারা ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চমক দেখায়। দক্ষিণ আমেরিকার ফুটবলে এটি এক অবিশ্বাস্য জয় হিসেবে ইতিহাসে থেকে যাবে। তবে শুধু এই জয় যথেষ্ট ছিল না। কারণ, প্লে-অফ নিশ্চিত করতে হলে ভেনেজুয়েলাকে হারাতে হতো কলম্বিয়াকে।

ঠিক সেটাই ঘটল। কলম্বিয়া দুর্দান্ত ফুটবল খেলল এবং ভেনেজুয়েলাকে ৬-৩ গোলে উড়িয়ে দিল। এই ফলাফলের ফলে ভেনেজুয়েলার আশা শেষ হয় এবং বলিভিয়া সপ্তম স্থানে থেকে প্লে-অফে জায়গা করে নেয়।

এই ফলাফলে ভেনেজুয়েলার ফুটবলপ্রেমীরা হতাশ। তারা শেষ মুহূর্তে সুযোগ হাতছাড়া করল। অন্যদিকে বলিভিয়া ইতিহাস গড়ল। কারণ অনেক বছর পর তারা আবারও বিশ্বকাপের দৌড়ে ফিরল, যদিও এবার তাদের খেলতে হবে কঠিন আন্তমহাদেশীয় প্লে-অফ।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের এই বাছাই একদিকে যেমন শীর্ষ দলগুলোর দাপট দেখিয়েছে, অন্যদিকে ছোট দলগুলোর লড়াইও নজর কেড়েছে। ব্রাজিলের মতো পরাশক্তিকে হারানো বলিভিয়ার জন্য বিশেষ আত্মবিশ্বাসের বিষয়।

সব মিলিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপে সরাসরি খেলছে ছয় দেশ—আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে। আর বলিভিয়া সুযোগ পেল প্লে-অফে খেলে ইতিহাস গড়ার। এখন বিশ্ব ফুটবলের নজর থাকবে এই অঞ্চলের দলগুলোর দিকে, যারা সবসময়ই বিশ্বকাপে আলো ছড়ায়।

আরও পড়ুন :

মালদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে নিহত ২ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু ৭ ফেব্রুয়ারি, ফাইনাল হতে পারে আহমেদাবাদ বা কলম্বোতে

ad

আরও পড়ুন: