Breaking News

রোনাল্ডো বিশ্বকাপ বাছাই গোল

বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছুঁয়েছেন রোনাল্ডো, এক ধাপ দূরে একক মালিকানা

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবারও নতুন রেকর্ডের সামনে। হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে গোল করে তিনি ছুঁয়েছেন সর্বোচ্চ গোলদাতার বিশ্বরেকর্ড।

বিশ্বকাপ বাছাই: সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছুঁয়েছেন রোনাল্ডো

রোনাল্ডো বিশ্বকাপ বাছাই গোল

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক :  ক্রিশ্চিয়ানো রোনাল্ডো—ফুটবল দুনিয়ার চিরচেনা নাম। বয়স পেরিয়েছে চল্লিশ, তবুও গোল করার ক্ষুধা কমেনি একটুও। বরং প্রতিটি ম্যাচেই যেন নতুন করে প্রমাণ করছেন, তার অধ্যায় এখনো শেষ হয়নি। সর্বশেষ উদাহরণ হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। সেই ম্যাচেই তিনি ছুঁয়েছেন বিশ্বকাপ বাছাই ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড।

মঙ্গলবার রাতে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় নেমেছিল পর্তুগাল। শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথমে পিছিয়ে পড়ে রবার্তো মার্টিনেজের শিষ্যরা। তবে ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নেয় তারা। শেষ পর্যন্ত ম্যাচ শেষে স্কোরলাইন দাঁড়ায় ৩-২ গোল। এই জয়ের পেছনে বড় অবদান ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

দ্বিতীয়ার্ধে তিনি পেনাল্টি থেকে গোল করেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। সেই গোলই তাকে পৌঁছে দিল এক ঐতিহাসিক রেকর্ডে। বিশ্বকাপ বাছাইপর্বে এটি ছিল রোনাল্ডোর ৩৯তম গোল। এতদিন এই রেকর্ড এককভাবে দখল করে রেখেছিলেন গুয়াতেমালার কার্লোস রুইজ। এবার তাকে সমান করে ফেললেন রোনাল্ডো।

এই মুহূর্তে আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির থেকে তিন গোল এগিয়ে আছেন তিনি। অর্থাৎ মেসির গোলসংখ্যা ৩৬, আর রোনাল্ডো দাঁড়িয়ে আছেন ৩৯-এ। শুধু তাই নয়, রোনাল্ডোর সামনে এখন সুযোগ রেকর্ডটিকে নিজের করে নেওয়ার। কারণ আগামী মাসেই আয়ারল্যান্ড ও হাঙ্গেরির বিপক্ষে ঘরের মাঠে নামবে পর্তুগাল। যদি তিনি সেখানে একটি গোলও করেন, তাহলে রেকর্ডটা হয়ে যাবে একান্তই তার।

৪০ বছর বয়সে এসেও রোনাল্ডোর পারফরম্যান্স চোখ ধাঁধানো। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা এখন ১৪১। ম্যাচ খেলেছেন ২২৩টি। আর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৩-এ। সৌদি ক্লাব আল-নাসরের হয়ে নিয়মিত খেলছেন তিনি। তার পরবর্তী লক্ষ্য এখন এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করা। যা এর আগে কখনো কোনো ফুটবলার করতে পারেননি।

পর্তুগিজ সমর্থকরা রোনাল্ডোকে ঘিরে এখনও আশাবাদী। বিশেষ করে রবার্তো মার্টিনেজের অধীনে দলের নতুন ছন্দে রোনাল্ডোর অভিজ্ঞতা অমূল্য হয়ে উঠছে। শেষ দুই বাছাই ম্যাচেই তিনি করেছেন তিন গোল। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে পর্তুগালের আগামী বিশ্বকাপে জায়গা করে নেওয়া অনেক সহজ হবে।

২০২৪ সালে কার আয় বেশি, রোনাল্ডো না মেসি? (Ronaldo or Messi)

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে চার বার সেঞ্চুরি করলেন রোনাল্ডো

সমালোচকরা অনেকবারই বলেছেন, রোনাল্ডোর সময় শেষ। কিন্তু তিনি প্রতিবারই মাঠে নেমে নতুন করে প্রমাণ করেছেন, বয়স কেবলই একটি সংখ্যা। তার ফিটনেস, শৃঙ্খলা আর গোল করার প্রবণতা এখনও তরুণ ফুটবলারদের অনুপ্রেরণা জোগায়।

বিশ্বকাপ বাছাইয়ের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে এখন শীর্ষে রয়েছেন রোনাল্ডো ও রুইজ। তবে খুব সম্ভবত এই মাসেই সেই তালিকায় এককভাবে উঠে যাবেন রোনাল্ডো। আর সেই রেকর্ড হলে তার ফুটবল জীবনে যুক্ত হবে আরেকটি সোনালি পালক।

সবকিছু মিলিয়ে বলা যায়, বয়সের বাধা উপেক্ষা করেও রোনাল্ডো যে এখনো বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি, তা আরও একবার প্রমাণ হলো। আগামী ম্যাচগুলোতে তিনি কি এককভাবে রেকর্ডের মালিক হবেন, তা দেখার অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব।

আরও পড়ুন :

দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিলসহ ৬ দল, প্লে-অফে বলিভিয়া

বার্সেলোনা ক্লাব নির্বাচনে নামতে পারেন মেসি, বিপাকে বর্তমান সভাপতি লাপোর্তা

ad

আরও পড়ুন: