Breaking News

FIFA WARNS AIFF

আবারও ফিফার নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ফুটবল

আবারও নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ফুটবল। ফিফা ও এএফসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ৩০ অক্টোবরের মধ্যে সংবিধান সংশোধন না হলে আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে যাবে ভারত।

FIFA Warns AIFF About Constitutional Changes %%page%% %%sep%% %%sitename%%

FIFA WARNS AIFF

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ভারতীয় ফুটবল আবারও ফিফার নিষেধাজ্ঞার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবার সরাসরি সতর্কবার্তা (FIFA WARNS AIFF) দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ)।

সংবিধান সংশোধনের নির্দেশ অমান্য

গত কয়েক বছর ধরেই ফিফা এআইএফএফ-কে তাদের সংবিধান সংশোধনের জন্য নির্দেশ দিয়ে আসছিল। কিন্তু সেই প্রক্রিয়া এখনও শেষ হয়নি। এ কারণে ফিফা ও এএফসি কড়া ভঙ্গিতে জানিয়েছে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে কাজ শেষ করতে হবে, নাহলে ভারতীয় ফুটবল আবারও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শিকার হতে পারে।

ফিফার পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০১৭ সাল থেকে এই সংবিধান সংশোধনের কাজ ঝুলে রয়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ডের পরিপন্থী। এতদিনেও নতুন সংবিধান চূড়ান্ত না হওয়ায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।

সুপ্রিম কোর্টের অনুমতির শর্ত

ফিফার নির্দেশনা অনুযায়ী, এআইএফএফকে সংবিধান সংশোধন করে তা সুপ্রিম কোর্টের অনুমোদন নিতে হবে। একই সঙ্গে সংবিধানকে ফিফা ও এএফসি’র নীতি এবং আন্তর্জাতিক ফুটবল আইনের সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে। এছাড়া ভবিষ্যতে কোনো তৃতীয় পক্ষ বা সরকারি সংস্থার হস্তক্ষেপ এআইএফএফ-এর কার্যক্রমে চলবে না—এই শর্তও স্পষ্টভাবে জানানো হয়েছে।

এআইএফএফ-এর সাথে অচলাবস্থায় আইএসএল ক্লাবগুলির হুঁশিয়ারি: স্থায়ীভাবে বন্ধ হতে পারে টুর্নামেন্ট

৭ আগস্ট এআইএফএফ-এর সঙ্গে বৈঠকে বসছে আইএসএল ক্লাব সিইওরা, অনিশ্চিত ভবিষ্যতের দিকেই কি ভারতীয় ফুটবল?

২০২২ সালের অভিজ্ঞতা

ভারতীয় ফুটবল এর আগে ২০২২ সালে ফিফার নিষেধাজ্ঞায় পড়েছিল। সে সময় সুপ্রিম কোর্টের নিযুক্ত প্রশাসকরা এআইএফএফ-এর কার্যক্রম সামলাচ্ছিলেন। ফিফার চোখে এটি ছিল তৃতীয় পক্ষের হস্তক্ষেপ। এর ফলে ভারতকে আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িকভাবে নির্বাসনে পাঠানো হয়েছিল। যদিও মাত্র ১৫ দিনের মাথায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, এবং দ্রুত নির্বাচনের মাধ্যমে সভাপতি হিসেবে দায়িত্ব নেন কল্যাণ চৌবে।

বর্তমান সভাপতি নিয়ে প্রশ্ন

কল্যাণ চৌবে দায়িত্ব নেওয়ার পরও ভারতীয় ফুটবলের সামগ্রিক উন্নয়ন নিয়ে প্রশ্ন থেকেই গেছে। অনেক প্রাক্তন ফুটবলার মনে করেন, তার নেতৃত্বেই এআইএফএফ কাঠামোগত সংস্কারের কাজ এগোয়নি। ফলে এখন আবারও আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনের আশঙ্কা তৈরি হয়েছে।

ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

যদি ভারতীয় ফুটবল ফিফার নিষেধাজ্ঞার কবলে পড়ে, তবে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ থেকে শুরু করে ফিফার আর্থিক সাহায্য ও উন্নয়নমূলক প্রকল্প সবই বন্ধ হয়ে যাবে। সবচেয়ে বড় আঘাত আসবে ভারতীয় ফুটবলারদের ক্যারিয়ারে, কারণ তারা আন্তর্জাতিক মঞ্চে খেলার সুযোগ হারাবে।

ভারতীয় ফুটবলের ইতিহাসে একাধিকবার প্রশাসনিক জটিলতার কারণে সমস্যা তৈরি হয়েছে। এবারও সেই একই কারণে আবার নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হচ্ছে। ফিফা যে স্পষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে, তা এআইএফএফ-এর জন্য শেষ সুযোগ বলেই মনে করা হচ্ছে। সময়মতো সংবিধান সংশোধন ও আদালতের অনুমোদন ছাড়া এই সংকট কাটানোর কোনো উপায় নেই।

আরও পড়ুন :

অশ্বিন, শুধু স্পিনার নন, এক ‘ক্রিকেট বুদ্ধিজীবী’, আইপিএল থেকে অবসরের ঘোষণা করলেন

বৈষ্ণোদেবীর যাত্রাপথে ভূমিধসে মৃত ৩০, আতঙ্কে সাধারণ মানুষ

ad

আরও পড়ুন: